• শনিবার, ০৪ মে ২০২৪, ১২:৫১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষক নাজমুল হক করিমগঞ্জ উপজেলা নির্বাচনে ১৭ জনের মনোনয়ন দাখিল হোসেনপুরে ৩টি বৈদ্যুতিক টান্সমিটার চুরি নিকলী উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন জনি (মোটরসাইকেল) ও মোকাররম (আনারস) প্রতীকে ভৈরবে মানবতার কল্যাণে সংগঠনের পক্ষ থেকে খাবার পানি ও শরবত বিতরণ যে সমস্ত কাজ করলে আল্লাহর গযব বা অভিশাপ নেমে আসে (শেষ পর্ব); সংকলনে : ডা. এ.বি সিদ্দিক হোসেনপুরে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ করছেন সৈয়দা জাকিয়া নূর এমপি সামসুল ইসলাম করিমগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুলিয়ারচরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের মে দিবসে র‌্যালি কুলিয়ারচরে মহান মে দিবসে সিএনজি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালি ও সভা

ভৈরব একই সময়ে পাচঁ প্রতিষ্ঠানে সাটার ভেঙ্গেছে চুরি

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জ ভৈরবে একই সময়ে পাচঁ প্রতিষ্ঠানে তালা ভেঙ্গে চুরি অভিযোগ পাওয়া গেছে। ২ এপ্রিল ভোর ছয়টা এ ঘটনা ঘটে। শহরের বিভিন্ন জায়গায় একই সময়ে চুরি হওয়ার ঘটনা ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খোজঁ নিয়ে জানা যায়, ২ মার্চ ভোর রাতে ফজর নামায শেষে ভোর ছয়টায় পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকায় সবুজ মিয়ার কনফেকশনারী দোকান, ভৈরব বাজার হাকার্স মার্কেট আহাদ মিয়ার আমান ফ্যাশন ও রুবেল মিয়ার রুমকি ফ্যাশন , শহরের দুধ বাজার এলাকায় আল আমিন সরকারের মায়ের দোয়া স্টোর ও রাকিব মিয়ার মা স্টোরের চুরি হয়েছে। এদের মধ্যে হাকার্স মার্কেটের দুটি দোকানের সাটার ভাঙলেও কিছুই চুরি করতে পারেনি। খবর পেয়ে ভৈরব শহর ফাড়িঁ পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। এ বিষয়ে সবুজ স্টোরের সবুজ মিয়া বলেন, ভোর রাতে সাটার ভেঙ্গে নগদ ১৬ হাজার টাকা ও দামী ব্যান্ডের প্রায় ১৫ হাজার টাকা সিগারের নিয়ে গেছে। এমনকি সিসি ক্যামেরার ডিডিআর বক্সটি নিয়ে গেছে চোর চক্র। অল্প পুজিঁর ব্যবসা আমার ব্যপক ক্ষতি হয়ে গেল। এ বিষয়ে মায়ের দোয়া জেনারেল স্টোরের আল আমিন মিয়া বলেন, আমার দোকান থেকে নগদ সাত হাজার টাকা ও একটি স্মার্ট ফোন নিয়ে গেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর চেনা যাচ্ছে না। পুলিশ চাইলে তাদের খুজে বের করতে পারবে। আমার মত যেন কোন প্রতিষ্ঠানে চুরি না হয় সে দিকে সবাই সতর্ক থাকতে হবে। স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলে, ভৈরবে এক সময় ২৫/৩০ জন কমিউনিটি পুলিশ থাকতো। এখন বাজারে ৮/১০ জন কমিউনিটি পুলিশ রয়েছে। আমরা দোকান বন্ধ করে বাড়ি গেলে আতঙ্কে রাত কাটাতে হয়। কোন রকম নিশ্চয়তা পাচ্ছি না। পুলিশ প্রশাসন জুড়ালো ভূমিকা নিলে ভৈরব বাজার চুরি রোধ করা সম্ভব। এ বিষয়ে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির বলেন, একই সময়ে পাচঁ প্রতিষ্ঠানে চুরি বিষয়টি দুঃখজনক। ঈদ আসলে চোর, ছিনতাইকারিরা সক্রিয় হয়। ব্যবসায়ীদের পক্ষ থেকে একাধিকবার পুলিশ টহল জোরদারের কথা বলা হয়েছে। ভৈরবে কমিনিটি পুলিশ নাই বললেই চলে। আশা করি দ্রুত সময়ের মধ্যে কমিউনিটি পুলিশ সংখ্যা বাড়ানো হবে। এ বিষয়ে ভৈরব শহর ফাড়িঁ অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, চুরির খবর আমি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শনও করেছি। সিসি ক্যামেরা ফুটেজ দেখে আসামী একজনকে সনাক্ত করতে পেরেছি। খুব দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *