• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন |
  • English Version

বাজিতপুরে ১০২ মেধাবী শিক্ষার্থী পেল ট্যাবলেট

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরের নবম ও দশম শ্রেণিতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাবলেট বিতরণ করা হয়েছে। ২৭ মার্চ সোমবার সকালে উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১৭টি স্কুলের মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা ১০২ কৃতী শিক্ষার্থীর হাতে এই ট্যাবলেট তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী। এই সময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা এবিএম রকিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা পরিসংখ্যান সহকারী তারেকুর রহমান প্রমুখ।
উপজেলা পরিসংখ্যান সহকারী তারেকুর রহমান জানান, জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পে ব্যবহৃত ট্যাবলেট সমূহ হতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাজিতপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণিতে ১০২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই ট্যাবলেট বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *