প্রিয় দাদু, খুব মনে পড়ছে আজ তোমায়।
যেদিন তুমি শেষ বারের মতো
তোমার জন্মভূমির মাটি ছুঁয়েছিলে।
সেদিন শুধু ভৈরব নয়, পুরো দেশ ছিল থমথমে
বাতাস তার প্রবাহ ভুলে গিয়েছিল।
ভুলে গিয়েছিল ভৈরবের সদ্যসাত শিশুটিও চিৎকার করতে।
এমন জনস্রোত আমি আমার
জীবদ্দশায় কখনো দেখিনি, দাদু।
ভৈরবের একটি সাধারণ পরিবারে
জন্মেও যে তুমি লাভ করেছিলে
এক অসাধারণ জীবন।
শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য
সারা দেশ থেকে ছুটে এসেছে শত শত মানুষ।
আমি যখন তোমার হাত
ধরে প্রথম ট্রেনে চড়ে ছিলাম।
আজও মনে পড়ে সেই স্মৃতিময় দিনটি।
আমি তখন কেবল ৩য় শ্রেণিতে পড়ুয়া
এক ছোট শিশু।
কিশোরগঞ্জ জেলায় প্রথম হয়ে
বাবার সাথে বিভাগীয় পর্যায়ে
আবৃত্তি প্রতিযোগিতার জন্য যাচ্ছি।
তুমি শুনে আমায় কাছে টেনে
নিয়ে বলেছিলে আমার ভৈরবের
মেয়ে বিভাগে প্রতিযোগিতা
করবে এযে আমার কী আনন্দ!
তুমি আমার মাথায় হাত রেখে
আশীর্বাদ করলে। তারপর থেকে
ভৈরবের সকল সাংস্কৃতিক অঙ্গনে
আমার বিচরণ। তুমি আমাকে
মাথায় হাত বুলিয়ে দোয়া
করতে তুই অনেক বড় হবি।
আমি তোমার কথা
রাখতে পারিনি দাদু।
আমি এখনও অতি নগণ্য।
দীর্ঘ ৫ বছর এলজিআরডি মন্ত্রী থেকেও
যে তুমি তোমার নিজের জন্য আলাদাভাবে ভাবনি।
তুমি পুরো দেশটাকে নিজের মনে করে
সারা দেশের জন্য একরকম চিন্তা করেছ।
যে তুমি রাষ্ট্রপতি থেকেও
বিবেকের কাছে দায়বদ্ধ থাকায় তোমার ভৈরবের
জন্য আলাদা কিছু করতে
কুণ্ঠা বোধ করেছ।
সারা জীবন আওয়ামী লীগের
রাজনীতি করেও যে তুমি
সারা জীবন সাধারণ জীবন
যাপন করেছে। সারা জীবন
আমি তোমাকে শুধু একটি সাধারণ ফুতয়া
একটি সাদা সিধে পাঞ্জাবি,
আর মুজিব কোর্ট ছাড়া
কোন আহামরি
পোশাক পড়তে দেখিনি।
১৯৯৪ সালে আমি যখন জাতীয় পর্যায়ে
অংশগ্রহণের জন্য মতিঝিল সরকারি
বালক উচ্চ বিদ্যালয়ের করিডোরে অন্যান্য
বিভাগ থেকে আগত প্রতিযোগিদের
সাথে অপেক্ষ মান ছিলাম
তখন এক অভিভাবক জানতে চেয়েছিল
আমি কোথা থেকে এসেছি?
আমি সেদিন তাকে ভৈরবকে চেনাতে পারিনি।
কিন্তু যখন আমি বলেছিলাম আমি জিল্লুর রহমানের
জন্মভূমি থেকে এসেছি।
তখন তিনি ঠিক আমার ভৈরব চিনতে পেরেছিলেন।
‘দাদু’ আজ তোমার জন্মদিন।
তোমার জন্মদিনে ভৈরবের একজন
গর্বিত নাগরিক হিসেবে আমি
মাথা উঁচু করে বলতে পারি
পুরো দেশবাসীকে। আমি
রাষ্ট্রপতি জিল্লুর রহমানের জন্মভূমি ভৈরবের সন্তান।