• শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

শোক সংবাদ ; বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল মুতিন আর নেই

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জে ভৈরব পৌর শহরের কালিপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে বীরমুক্তিযোদ্ধা মো. আবদুল মতিন (৮৬) বার্ধক্য জনিত কারণে ঢাকার ঝিগাতলার নিজ বাড়িতে আজ ৩০ জানুয়ারি সোমবার দুপুরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ………. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল ৩১ জানুয়ারি মঙ্গলবার তার নিজ পৈত্রিক বাড়ি পৌর শহরের কালিপুর ঈদগাহ্ মাঠে সকাল ১১টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ও কালিপুর কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা যায়। মরহুম মো. আবদুল মতিন প্রথম কর্মজীবন ব্রাহ্মণবাড়িয়ার তালশহর কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। সেখানে চাকুরীর পর মুক্তিযুদ্ধে স্বক্রীয়ভাবে অংশগ্রহণ করেন। ভৈরবে সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। এছাড়া তিনি ভৈরব ন্যাপ (মোজাফ্ফর আহম্মেদ) পার্টির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। বাংলাদেশ মানবাধিকার সংস্থা বাস্তবায়ন ভৈরব শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন কালিপুর হাইস্কুলের সভাপতির দায়িত্ব ও কালিপুর মাদ্রাসায় দীর্ঘদিন পরিচালনার দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি একজন শিক্ষাবিদ হিসেবে ভৈরবে ব্যাপক সুনাম কুড়িয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *