• শনিবার, ১৮ মে ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন |
  • English Version

পাকুন্দিয়ায় দুই ইটভাটাকে একলাখ টাকা জরিমানা

# রাজন সরকার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুই ইটভাটার মালিককে একলাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আজ ২৯ জানুয়ারি রোববার দুপুরে উপজেলার আদর্শপাড়া গ্রামের দুটি ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় মেসার্স এইউবি ব্রিকসকে ৫০ হাজার টাকা ও মেসার্স সোনালী ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি ইটভাটার মালিকের কাছ থেকে মোট একলাখ টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরও বলেন, অবৈধ ও লাইসেন্স বিহীন ইটভাটা মালিকদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
এসময় কিশোরগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায়, সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. সোহান মিয়া ও পাকুন্দিয়া থানার পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *