• শনিবার, ১৮ মে ২০২৪, ১১:০২ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জ ও ভৈরব থেকে গাঁজা ও চোলাই মদ সেবন বিক্রির দায়ে আটক ৫ জন

মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৫ মাদকসেবি ও বিক্রেতা -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জ ও ভৈরব থেকে
গাঁজা ও চোলাই মদ সেবন
বিক্রির দায়ে আটক ৫ জন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ সদর ও ভৈরবে মঙ্গলবার ও বুধবার অভিযান চালিয়ে ৫ মাকদসেবি ও বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিশোরগঞ্জ সার্কেলের সহকারি পরিচালক মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, ভৈরবের সহকারি কমিশনার (ভূমি) বাবলু সূত্রধরের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার, উপ-পরিদর্শক আনোয়ার ও তপু খানসহ স্টাফদের সমন্বয়ে রেইডিং টিম মঙ্গলবার অভিযান চালিয়ে সদর থানাধীন রথখলা মন্দিরের পেছন থেকে গাঁজা ও চোলাই মদ সেবনরত অবস্থায় মহিনন্দ এলাকার আব্দুল সাহেদের ছেলে আবুল কালাম (৩৪) ও রথখলা এলাকার মৃত মনু কাজীর ছেলে কাজী জামান (২৮) এবং ভৈরব রেল স্টেশন থেকে মো. বিপ্লবকে (৩২) গাঁজা ও চোলাই মদসহ গ্রেফতার করতে সক্ষম হয়। একই টিম বুধবার অভিযান চালিয়ে সদর থানাধীন কোট শোলাকিয়া নদীর পাড়ে গাঁজা সেবনরত অবস্থায় হাজরাদি এলাকার মো. মুখলেছের ছেলে রবিউল আউয়ালকে (২০) এবং ভৈরবের কমলপুর লালু-কালু মার্কেটের পশ্চিম পাশ থেকে বাঁশগাড়ি এলাকার মৃত রবি চন্দ্র সূত্রধরের ছেলে সুলভ চন্দ্র সূত্রধরকে (২৫) গাঁজাসহ গ্রেফতার করেছে। এরপর তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদ- ও অর্থদ- দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *