• সোমবার, ২০ মে ২০২৪, ০৪:১৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান

ভৈরবে ৩৩৩ লিটার দেশীয় চোলাই মদসহ ১৬ জন আটক

# রাজীবুল হাসান :-
ভৈরব পৌর শহরের রেলওয়ে কলোনীতে অভিযান চালিয়ে ৩৩৩ লিটার চোলাই মদসহ ১৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। ২৮ অক্টোবর শুক্রবার রাত নয়টার দিকে ভৈরব পৌর শহরের রেলওয়ে কলোনী হতে ৩৩৩ লিটার দেশীয় চোলাই মদসহ ১৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প সদস্যরা।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, নরসিংদী জেলার বেলাব থানার নারায়ণপুর এলাকার নিলক্ষ্মীয়া গ্রামের মৃত মো. আব্দুর গফুরের ছেলে মো. জমির উদ্দিন (৫৫), একই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে শিশু মিয়া (৩৫), লক্ষ্মীপুর গ্রামের মৃত রামগোবিন্দের ছেলে অনিল বাবু (৭০), জুঙ্গা এলাকার মৃত সরুজ মিয়ার ছেলে আবুল কাশেম (৭০), রায়পুরা থানার চরমরজাল এলাকার মৃত কালাচানের ছেলে সুরুজ মিয়া (৭০), একই এলাকার রহিমাবাদ গ্রামের আবুল কাশেমের ছেলে ইকবাল হোসেন (২৫), নরসিংদী সদর থানার ব্রাহ্মণদী এলাকার মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে শফিকুল ইসলাম রুবেল (২৪), একই এলাকার মো. সালাউদ্দিনের ছেলে মো. ফজলে রাব্বি (২৩), পলাশ থানার গজারিয়ার এলাকার আ. মুতালিব (৭০), ভৈরব পৌর এলাকার চন্ডিবের এলাকার আ. হাফিজ মিয়ার ছেলে আউলাদ মিয়া (৩৯), ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মৃত মো. আশিক মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (৪৫), উপজেলার বাঁশগাড়ী এলাকার মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে জাসু মিয়া (৪২), আমলাপাড়ার মৃত মো. নেহার আলী মিয়ার ছেলে মো. হাবিব মিয়া (৪০), কালিপুর নয়া হাটির মৃত চন্দ্র মোহনের ছেলে হরেন্দ্র চন্দ্র বর্মণ (৫৫), ব্রাহ্মণবাড়িয়ার জেলার আশুগঞ্জ থানার দূর্গাপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. আমিনুল ইসলাম (২০), তালশহর গ্রামের হারুন মিয়ার ছেলে মো. ইমরান মিয়া উরফে বাবু (২৬)।
র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প সূত্রে জানা যায়, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব পৌরসভা রেলওয়ে কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। এসময় তাদের দখলে থাকা ৩৩৩ লিটার দেশীয় চোলাই মদ ও নগদ ৫ হাজার ২০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়। আটকৃতরা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে চোলাই মদ ক্রয়-বিক্রয় করে মর্মে স্বীকার করে তারা।
এ বিষয়ে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের (পিপিএম) জানান, মাদক বিরোধী অভিযানে রেলওয়ে কলোনী থেকে মাদক ব্যবসায়ীসহ ১৬ জনকে আটক করা হয়েছে। তাদের কাছে থাকা নগদ টাকাসহ ৩৩৩ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *