• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন |
  • English Version

দ্বীন ইসলাম; সংকলনে : ডা. এ.বি সিদ্দিক

সংকলনে : ডা. এ.বি সিদ্দিক

ভূমিকা: দ্বীন অর্থ জীবন পদ্ধতি ও জীবন বিধান। মানুষ দুনিয়ায় যে আইন ও নীতিমালার ভিত্তিতে নিজেদের কর্মনীতি গড়ে তুলে তাকেই বলা হয় দ্বীন। আর মানুষ আল্লাহ রব্বুল আলামীনকে নিজের মালিক ও উপাস্য হিসেবে স্বীকার করে নিয়ে একমাত্র তার সামনে নিজেকে সম্পূর্ণরূপে সোপর্দ করে দিবে এবং তিনি তার নবীর মাধ্যমে যে হেদায়াত পাঠিয়েছেন হুবহু তার অনুসরণ করার মাধ্যমে মহান আল্লাহর ইবাদত বা দাসত্ব করবে। এই ধরণের চিন্তা ও কর্মপদ্ধতির নামই হল ইসলাম। আর মহান আল্লাহর নিকট গৃহীত এবং তার পক্ষ থেকে মানবজাতির জন্য মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নামও হল ইসলাম। এখন যে ব্যক্তিই ইসলাম মেনে চলে অর্থাৎ একমাত্র আল্লাহ রব্বুল আলামীনকে নিজের মালিক ও মা’বুদ হিসেবে মেনে নিয়ে নিজেকে পুরোপুরি আল্লাহর হাতে সোপর্দ করে দেয় এবং দুনিয়াতে আল্লাহর দেয়া জীবনবিধান অনুযায়ী জীবন-যাপন করে সে-ই হলো প্রকৃত মুসলিম। আর একজন মুসলিমের ব্যাপারে মহান আল্লাহ বলেন, হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছে এবং সে সৎকর্মশীলও, তবে তার জন্য তার রবের নিকট প্রতিদান রয়েছে। আর তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তিত ও হবে না। (সূরা বাকারা: ১১২) কাজেই আমাদের সকলেরই উচিত ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে মহান রব্বুল আলামীনের সামনে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পন করে দেয়া। দ্বীন ইসলামের ব্যাপারে মৌলিক কিছু কথা: মানুষ জীবন পরিচালনা করার জন্য যতগুলো পথ তৈরি করেছে সবই বক্ররেখার মতো। কেননা এগুলো একটি ভুল দিক থেকে যাত্রা শুরু করে আরেকটি ভুল প্রান্তে গিয়ে শেষ হয়েছে। তাইতো মানব রচিত সকল রাস্তাতেই নাস্তিক্যবাদ, শিরক কিংবা কুফরের মত অন্যায়ের অস্তিত্ব রয়েছে। যার দরুণ এই সমস্ত পথে চলে মানুষ তার জীবনের সঠিক উন্নয়ন এবং সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়। তাই মহান আল্লাহ রব্বুল আলামীন মানব জাতির সফলতার জন্য অসংখ্য বক্র ও ভুল পথের মধ্য দিয়ে বক্রতাহীন সঠিক একটি রাস্তা দিয়ে ঘোষণা করেন যে, নিশ্চয় মহান আল্লাহর কাছে মনোনীত জীবনবিধান (তথা জীবন পরিচালনা করার রাস্তার নাম) হলো ইসলাম। (সূরা আলে ইমরান: ১৯) যেহেতু মানব জাতির জীবন পরিচালনা করার জন্য মহান ¯্রষ্টার পক্ষ থেকে দেয়া জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম, সেহেতু ইসলাম ছাড়া অন্য কোন দ্বীন তথা জীবন পরিচালনা করার পদ্ধতি মহান আল্লাহর নিকট গ্রহণীয় নয়। তাইতো তিনি অন্য একটি আয়াতে ঘোষণা করেছেন, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন জীবনব্যবস্থার অনুসরণ করবে তার কাছ থেকে কিছুই কবুল করা হবে না; আর সে আখিরাতে ক্ষতিগ্রস্থদের অন্তভূক্ত হবে। (সুরা আলে ইমরান: ৮৫) কেননা ক্ষতির সম্মুখীন হওয়া থেকে বাঁচতে হলে সঠিক ও পূর্ণাঙ্গ এমন একটি জীবনব্যবস্থার প্রয়োজন যেখানে জীবনের সকল প্রশ্নের নীতিগত বা বিস্তারিত জবাব পাওয়া যাবে। হেদায়াত ও পথনির্দেশ লাভ করার জন্য এর বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। কিন্তু এমন জীবনব্যবস্থা দেয়ার যোগ্যতা ¯্রষ্টা ব্যতীত আর অন্য কারো নেই। তাই সকলের ¯্রষ্টা মহান আল্লাহ রব্বুল আলামীন যেই জীবন ব্যবস্থা আমাদের জন্য দিয়েছেন তার ব্যপারে তিনি নিজেই ঘোষণা করেছেন, আজ তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে মনোনীত করলাম। (সূরা মায়েদা: ৩)মহান আল্লাহর পক্ষ থেকে দেয়া দ্বীন ইসলাম যেহেতু পরিপূর্ণ, সেহেতু কোন রকম ব্যতিক্রম না করে, কিছু অংশকে বাদ না দিয়ে জীবনে সকল দিক ও বিভাগকে ইসলামের আওতাধীন করার নির্দেশ দিয়ে তিনি বলেন, হে ঈমানদারগণ! তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। (সূরা বাকারা: ২০৮) এমন নির্দেশনার পরও যারা পূর্ণভাবে ইসলামে প্রবেশ না করে কিছু অংশ মানে আর কিছু অংশ বর্জন করে তাদের শাস্তির কথা উল্লেখ করে আল্লাহ তায়ালা বলেন, তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ^াস কর আর কিছু অংশ অস্বীকার কর? অতএব তোমাদের মধ্যে যারা এরূপ করে তাদের পার্থিব জীবনে দুর্গতি ব্যতীত কিছুই নেই। আর কিয়ামত দিবসে তারা কঠোর শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। আর তোমরা যা করছ আল্লাহ সে সম্পর্কে অমনোযোগী নন। (সূরা বাকারা: ৮৫) অতএব আমাদের সকলেরই উচিত পূর্ণাঙ্গ দ্বীন ইসলামে পূর্ণভাবে প্রবেশ করা। আল্লাহ আমাদের তাওফীক দিন। আমীন
প্রচারে : আসুন  কুরআন পড়ি, সফল জীবন গড়ি। আল-শেফা জেনারেল হাসপাতাল (প্রা.), কমলপুর, ভৈরব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *