• সোমবার, ১৩ মে ২০২৪, ০৩:৫৭ পূর্বাহ্ন |
  • English Version

করিমগঞ্জে ১৬ মণ্ডপে এবার দুর্গা পূজা

করিমগঞ্জের মোদপাড়ার একটি ম-পের প্রতিমা -পূর্বকণ্ঠ

করিমগঞ্জে ১৬ মণ্ডপে
এবার দুর্গাপূজা

# নিজস্ব প্রতিবেদক :-

করিমগঞ্জে এবার ১৬টি মণ্ডপে আয়োজন করা হয়েছে শারদীয় দুর্গা পূজার। উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিটি মণ্ডপে হিন্দু-মুসলিম নির্বিশেষে দর্শণার্থীদের উপচে পড়া ভিড় থাকবে বলে ধারাণা করা হচ্ছে। করোনার কারণে গতবছর স্বাস্থ্য ঝুঁকি বেশি ছিল বলে উৎসবের আমেজও যথেষ্ট কম ছিল। সেদিক থেকে এবার অনেকটা স্বস্তি বিরাজ করছে। এবার ৫টি মণ্ডপে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে গুজাদিয়া ইউনিয়নে চারটি আর নেয়ামতপুর ইউনিয়নে একটি।
দুর্গা পূজা উপলক্ষে শনিবার বিকালে উপজেলার মোদকপাড়া মন্দির এলাকায় দরিদ্র হিন্দু পরিবারগুলোর মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *