• রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান “হেলমেট নাই যার তেল নাই তার” বাস্তবায়নে মাঠে নেমেছে ভৈরব হাইওয়ে পুলিশ

লাখে ১৬৩ প্রসূতি মায়ের বছরে প্রসবকালীন মৃত্যু ২০৩০ সালে হবে ৭০

বক্তব্য রাখছেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম -পূর্বকণ্ঠ

লাখে ১৬৩ প্রসূতি মায়ের
বছরে প্রসবকালীন মৃত্যু
২০৩০ সালে হবে ৭০

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক সভায় জানানো হয়েছে, বর্তমানে দেশে প্রতি লাখে বছরে প্রসবকালীন মৃত্যু হচ্ছে ১৬৩ জন মায়ের। সরকারের এসডিজি লক্ষ্যমাত্রা অনুসারে আগামী ২০৩০ সালের মধ্যে এ সংখ্যা নামিয়ে আনতে ৭০ জনে। মা ও শিশু স্বাস্থ্যের বিভিন্ন সূচকে পিছিয়ে থাকা জেলার উপজেলাগুলোর জন্য সরকার ইউএনএফপিএ’র সাথে যৌথভাবে ‘যৌন ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন এবং অধিকার প্রতিষ্ঠা’ নামে গৃহীত কর্মসূচীর অংশ হিসেবে আজ ২৮ সেপ্টেম্বর বুধবার সকালে ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এ বিষয়ক জেলা কমিটির সভাপতি সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউএনএফপিএ প্রতিনিধি ডা. সাদিয়া জাহানের উপস্থাপিত জেলার ১৩ উপজেলার বিস্তারিত তথ্যচিত্রের ওপর বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. খাইরুল আমিন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরা সুলতানা যূথী, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান খান প্রমুখ।
সভায় জানানো হয়, সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রসূতি মায়েদের চেকআপসহ ৪টি সেবা দিতে হবে। এর মধ্যে প্রসবের পরও সেবা দিতে হবে। এই কর্মসূচীর অংশ হিসেবে পরিবার পরিকল্পনা বিভাগে সেবা চেয়ে সেবা পায়নি, এ সমস্যা শূন্যের কোটায় নামিয়ে আনার চেষ্টা চলছে। মূল প্রবন্ধে জেলার ১২ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রসবের পরিসংখ্যা তুলে ধরে বলা হয়, জেনারেল হাসপাতালে মাসে গড়ে ২৫০টি নরমাল ডেলিভারী করানো হচ্ছে। প্রসব পরবর্তী সেবায়ও এ হাসপাতাল এগিয়ে আছে। কোন কোন উপজেলার চিত্রও বেশ সন্তোষজনক। দেশে ৩ কোটির বেশি কিশোর-কিশোরি রয়েছে। তাদেরকে যৌন ও প্রজনন সেবার আওতায় আনতে হবে। সভায় জানানো হয়েছে, জেলা সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিরাপদ প্রসবের জন্য একজন সার্জন আনার প্রক্রিয়া চলছে, যেন কোন প্রসূতি ফেরত না যান। তবে এখানে প্রসবের ক্ষেত্রে জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ যথেষ্ট সহযোগিতা করছেন বলেও জানানো হয়েছে। জেলায় কতজন গর্ভবতী মা রয়েছেন, সেই তালিকা প্রণয়নেও কাজ চলছে, যেন সবাইকে প্রসূতি সেবার আওতায় আনা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *