• শনিবার, ১৮ মে ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে গণতন্ত্রী পার্টির মারিয়া ইউনিয়ন কমিটির সম্মেলন

গণতন্ত্রী পার্টির মারিয়া ইউনিয়ন কমিটির সম্মেলনে বক্তা ও নেতা-কর্মিগণ -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে গণতন্ত্রী
পার্টির মারিয়া ইউনিয়ন
কমিটির সম্মেলন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে গণতন্ত্রী পার্টি সদর উপজেলার মারিয়া ইউনিয়ন কমিটির সম্মেলন করেছে। মো. আব্দুল লতিফের সভাপতিত্বে হাবিবুর রহমান দুলালের সঞ্চালনায় গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে শহরতলির উবাই পার্কে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন ছাড়াও বক্তব্য রাখেন সহ-সভাপতি গিয়াস উদ্দিন খান মিলকী, হাবিবু রহমান মুক্তু ও অধ্যক্ষ ব্রজেন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক অ্যাড. গাজী এনায়েতুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী, সদর উপজেলা সভাপতি ডা. স্বপন ভৌমিক, আনোয়ারা বেগম প্রমুখ।
বক্তাগণ দ্রব্যমূল্যের উর্ধগতি ও সাম্প্রতিক রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অনেক আগেই নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে। এখন খানিকটা সচ্ছল পরিবারগুলোরও নাগালের বাইরে চলে যাচ্ছে। অনেকেই ন্যুনতম চাহিদার তুলনায়ও কেনাকাটা কমিয়ে দিয়েছেন। একবার কোন পণ্যের দাম ৫ টাকা কমালে পরে আবার ১০ টাকা বাড়িয়ে দেয়া হয়। এভাবে চলতে থাকলে দেশে ভয়াবহ সঙ্কট তৈরি হবে বলে বক্তাগণ হুশিয়ারি উচ্চারণ করেছেন। এছাড়া গত কয়েক বছর রাজনৈতিক পরিস্থিতি মোটামুটি শান্তিপূর্ণ থাকলেও জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই সংঘাতের দিকে যেতে দেখা যাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে ক্রমশই শংকা বাড়ছে। এ ধরনের পরিস্থিতি সবাইকে পরিহার করা উচিত বলে বক্তাগণ মন্তব্য করেন। বক্তাগণ মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, এর হাত থেকে জাতিকে, বিশেষ করে কিশোর, তরুণ ও যুব সমাজকে রক্ষায় আইন শৃংখলা বাহিনীসহ সাধারণ নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। সম্মেলনে আল আমিন মেম্বারকে সভাপতি ও মো. মানিক মিয়াকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *