• শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন |
  • English Version

কুলিয়ারচরে মুছা মিয়া সিআইপি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

# মুহাম্মদ কাইসার হামিদ :-

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মরহুম আলহাজ্ব মো. মুছা মিয়া সিআইপি স্বরণে মুছা মিয়া সিআইপি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২২ জুলাই বিকালে কুলিয়ারচর সরকারী কলেজ মাঠে কুলিয়ারচর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন কুলিয়ারচর পৌর এলাকার পৈলানপুর মহল্লার সৌদি প্রবাসী মো. রাসেল মিয়া।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন মশিউর আহমেদ এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত খেলার প্রধান পৃষ্ঠপোষক আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ কামাল ও কুলিয়ারচর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. জিল্লুর রহমান, লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা- ৩১৫ বি-১ বাংলাদেশ এর সাবেক জেলা গভর্নর লায়ন শফিকুল আজম ভূয়া, সাবেক জাতীয় ফুটবলার নাসিম হীরা, লায়ন আবুল কাশেম বাবু, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী রাসেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, কুলিয়ারচর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মো. ইদ্রিস মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুস সাত্তার মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. জহির রায়হান জজ, সাংগঠনিক সম্পাদক মীর মো. মিছবাহুল ইসলাম, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম ও প্রবাসী মো. বজলুর রহমান প্রমূখ।
খেলায় ০১- ০২ গোলে কুলিয়ারচর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভৈরব দল।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার হিসেবে নগদ ৪০ হাজার টাকা তুলে দেন খেলার পৃষ্ঠপোষক বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন মশিউর আহমেদ এবং রানার্স-আপ দলের মাঝে পুরস্কার হিসেবে নগদ ২০ হাজার টাকা তুলে দেন খেলার প্রধান পৃষ্ঠপোষক আওয়ামী লীগ নেতা মো. হাবিবুল্লাহ কামাল। এছাড়া বিজয়ী দলের মাঝে ট্রফি ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *