• শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন |
  • English Version

সাম্প্রদায়িক সন্ত্রাসসহ বিভিন্ন ইস্যুতে গণতন্ত্রী পার্টির মানববন্ধন

মানববন্ধনে বক্তৃতা করছেন অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন -পূর্বকণ্ঠ

সাম্প্রদায়িক সন্ত্রাসসহ
বিভিন্ন ইস্যুতে গণতন্ত্রী
পার্টির মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-

নড়াইলসহ বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সন্ত্রাস ও শিক্ষক নিগ্রহের দৃষ্টান্তমূলক বিচার এবং দুঃসহ লোডশেডিং নিরসনসহ বিভিন্ন দাবিতে গণতন্ত্রী পার্টি কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আজ ২৩ জুলাই শনিবার বিকালে পার্টির জেলা কার্যালয় প্রাঙ্গনে জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে পৌর শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দুলালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা গণতন্ত্রী পার্টির সহ-সভাপতি হাবিবুর রহমান মুক্তু, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সদর উপজেলার সভাপতি এনামুল হক চৌধুরী, পৌর কমিটির সভাপতি ডা. স্বপন ভৌমিক, করিমগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবুল মনসুর লনু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নানক, তাড়াইল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অসীম ভৌমিক, জেলা কমিটির সদস্য আনোয়ারা বেগম প্রমুখ। এছাড়া মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তৃতা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম শাহজাহান।
বক্তাগণ বলেন, একটি স্বার্থান্বেষী কুচক্রি মহল বিভিন্ন এলাকায় নানা ইস্যুতে সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে আসছে। সম্প্রতি নড়াইলেও হামলা লুটপাট হয়েছে। ধর্মীয় উপসানলায়ও তাদের আক্রমণ থেকে রক্ষা পায়নি। এসব হামলার সঠিক বিচার না হওয়ায় দুর্বৃত্তরা বার বার এ ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে। এমনকি বিভিন্ন জায়গায় কায়েমী স্বার্থ হাসিল করতে শিক্ষকদের ওপরও হামলা চালানো হচ্ছে, অপমান অপদস্ত করা হচ্ছে। বক্তাগণ এগুলিরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। সেই সঙ্গে ’৭২-এর সংবিধানের পুনঃপ্রবর্তণ দাবি করেছেন।
তারা আরও বলেন, বিশ্ব পরিস্থিতির কারণে জ্বালানি সংকটের ফলে সরকার ঘোষণা দিয়ে দেশে লোডশেডিং দিচ্ছে। কিন্তু যতটুকু সময় লোডশেডিং দেয়ার কথা, অনেক এলাকায় এর কয়েকগুণ বেশি সময় লোডশেডিং দেয়া হচ্ছে। এর ফলে মানুষের চরম ভোাগন্তি হচ্ছে। বক্তাগণ এর সমাধান দাবি করেছেন। তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধি রোধ করারও দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *