• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে কোরবানির পশু রয়েছে ৯৭ হাজার চাহিদা আছে ৯০ হাজার

কিশোরগঞ্জে কোরবানির
পশু রয়েছে ৯৭ হাজার
চাহিদা আছে ৯০ হাজার

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ জেলায় কোরবানিযোগ্য পশু রয়েছে ৯৭ হাজার ১২৮টি। আর চাহিদা রয়েছে ৯০ হাজার ৬৭৬টি। ফলে এ জেলায় কোরবানির পশুর কোন ঘাটতি হবে না বলে জানিয়েছেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোরবানির পশুরহাট তদারকি ও কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় তিনি এসব তথ্য দিয়েছেন। তিনি আরও জানান, জেলায় পশু মোটাতাজাকরণ খামারি রয়েছেন ২১ হাজার ২৪৪ জন। কোরবানি উপলক্ষে জেলায় মোট ৯৯টি পশুরহাট বসে। এর মধ্যে ৫০টি স্থায়ী বাজার। এছাড়া অনলাইন প্লাটফরমে পশুরহাট খোলা হয়েছে ১৩টি। বিক্রিও শুরু হয়েছে। হাটগুলোতে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ৪৭টি ভেটেরিনারি মেডিক্যাল টিম কাজ করছে।
জেলা প্রশাসক মোহাম্মদ শামমীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার, সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মো. সামছুল হক প্রমুখ। সভায় পশুরহাটে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করা, ব্যাংকের উদ্যোগে জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপন, বিক্রেতাদের নিরাপত্তা বিধান করা, পশু চিকিৎসক দল মোতায়েন করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। কেউ যেন মহাসড়কের ওপর পশুরহাট স্থাপন করতে না পারে, সে ব্যাপারেও সবাইকে সতর্ক করে দেয়া হয়। কিশোরগঞ্জ পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, তাদের পর্যাপ্ত ময়লাবাহী গাড়ি এবং পরিচ্ছন্নতা কর্মি প্রস্তুত থাকবেন। তারা কোরবানির ২৪ ঘন্টার মধ্যে সকল বর্জ্য অপসারন করবেন। ব্যক্তিগতভাবেও কোরবানিদাতারা যেন যার যার বর্জ্য অপসারনে ভূমিকা রাখেন, সে ব্যাপারেও আহবান জানানো হয়েছে। সকল উপজেলা এবং অন্যান্য পৌরসভায়ও একই নিয়মে বর্জ্য অপসারনের তাগিদ দেয়া হয়েছে। সভায় কোরবানির পর চামড়া সংরক্ষণ এবং বাজারজাতকরণ নিয়েও আলোচনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *