• শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন |
  • English Version

আ’লীগের সংবাদ সম্মেলন পদ্মাসেতু উদ্বোধনের দিন বিকালে কিশোরগঞ্জ শহরে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড র‌্যালি

বক্তব্য রাখছেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. জিল্লুর রহমান -পূর্বকণ্ঠ

আ’লীগের সংবাদ সম্মেলন
পদ্মাসেতু উদ্বোধনের দিন
বিকালে কিশোরগঞ্জ শহরে
অনুষ্ঠিত হবে গ্র্যান্ড র‌্যালি

# নিজস্ব প্রতিবেদক :-

আগামীকাল ২৫ জুন শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে গর্ব, আত্মবিশ্বাস আর স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন করবেন। এর সঙ্গে সামঞ্জস্য রেখে সকাল থেকে সরকারীভাবে জেলায় জেলায় নানা উৎসবের আয়োজন থাকবে। আর এদিন বিকাল ৪টায় জেলা আওয়ামী লীগ কিশোরগঞ্জ শহরে স্মরণকালের গ্র্যান্ড র‌্যালির আয়োজন করবে। আজ ২৪ জুন শুক্রবার সন্ধ্যায় দলের জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নেতৃবৃন্দ এই আয়োজনের বিস্তারিত ধারণা তুলে ধরেন। এসময় জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ আফজল ও যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বক্তব্য রাখেন।নেতৃবৃন্দ জানান, বিকাল ৪টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে পদ্মাসেতুর সুদৃশ্য মডেল আর ব্যানার-ফেস্টুন নিয়ে একটি সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করবে। এতে বিগত দিনের যে কোন সময়ের চেয়ে অনেক বেশি মানুষের সমাগম হবে বলে নেতৃবৃন্দ ধারণা দিয়েছেন। জেলা আওয়ামী লীগ এই বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জাতির গর্ব এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা ও দূরদর্শিতাকে উদযাপন করবে বলেও নেতৃবৃন্দ জানিয়েছেন। এদিন সন্ধ্যায় সরকারী গুরুদয়াল কলেজ সংলগ্ন নরসুন্দা নদীর ওপর মুক্তমঞ্চে বর্ণিল আশতবাজি করা হবে বলেও নেতৃবৃন্দ জানিয়েছেন। তারা সকালে পুরাতন স্টেডিয়ামের সরকারী অনুষ্ঠানসূচীতেও অংশ নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *