• শনিবার, ১৮ মে ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন |
  • English Version

শাহ আজিজুল হকের জানাজা শেষে পৈত্রিক ভিটায় দাফন সম্পন্ন

পাগলা মসজিদে শাহ আজিজুল হকের প্রথম জানাজার একাংশ -পূর্বকণ্ঠ

শাহ আজিজুল হকের
জানাজা শেষে পৈত্রিক
ভিটায় দাফন সম্পন্ন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর জেলা বারের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আজিজুল হকের (৬৭) জানাজা শেষে নিজ বাড়ির আঙিনায় তার দাফন সম্পন্ন হয়েছে। তিনি চ্যানেল আই’র জেলা প্রতিনিধি এবং টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতিও ছিলেন।
গতকাল বৃহস্পতিবার (২৬ মে) বেলা সাড়ে ১২টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলে মরদেহ রাখা হয়েছিল সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে। আজ শুক্রবার সকালে তার মরদেহ ঢাকা থেকে সেনা বাহিনীর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের শীতাতপ নিয়ন্ত্রিত লাশবাহী গাড়িযোগে প্রথমে নিয়ে আসা হয় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। সেখানে তার প্রতি নিজ দলসহ বিভিন্ন দল ও সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। এরপর বাদ জুমা জেলা সদরের পাগলা মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেও তার কফিনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। বিশাল জানাজায় কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজলসহ দলের অন্যান্যা নেতৃবৃন্দ, বিভিন্ন দল, সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ নেন। এছাড়াও জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিপি অ্যাডভোকেট বিজয় শংকর রায়, সাংগঠনিক সম্পাদক পিযুষ কান্তি সরকারসহ হিন্দু সম্প্রদায়েরও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তখন উপস্থিত থেকে শেষ শ্রদ্ধা জানান। বাদ আসর শাহ আজিজুল হকের জন্মস্থান সদর উপজেলার ব্রাহ্মণকচুরি গ্রামের জিয়াউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে নিজ বাড়ির আঙিনায় তাকে সমাহিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *