• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
স্কুল ছাত্র খুনের আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার ঝড়ে বিভ্রাট লোডশেডিং কমে গেছে অটোরিকশা প্রতিটি ভোট কেন্দ্রই ফাঁকা দেখা গেছে আপডেট নিউজ ; ভৈরবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও বাজারের আধিপত্য নিয়ে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে আহত শতাধিক ভৈরবে জাইকার উদ্যোগে ড্রেন নির্মাণ কুলিয়ারচরে দ্বিতীয় ধাপে বেসিক কম্পিউটার ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত ভৈরবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও বাজারের আধিপত্য নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত ভৈরবের ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়টি কলেজে উন্নীত হয়েছে ভৈরবে পপি’র কৈশোর কর্মসূচীর উদ্যোগে ভলিবল খেলা ও দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাকুন্দিয়ায় অভিবাসী কর্মীদের একত্রিকরণে সেমিনার

পাকুন্দিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষ

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের নয়টি ওয়ার্ড সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৩ মে শুক্রবার বিকেলে উপজেলার হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৯টি টিয়ারসেল ও ৩৮ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৩টায় হোসেন্দী ইউনিয়নের নয়টি ওয়ার্ড কমিটি গঠনের জন্য উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাবেক সাংসদ মো. সোহরাব উদ্দিনকে প্রধান অতিথি করে সম্মেলনের প্রস্তুতি নেয়। এদিকে উপজেলা যুবলীগের আহ্বায়ক ভিপি হেলাল উদ্দিন একই দিনে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুকে প্রধান অতিথি করে হোসেন্দী হাইস্কুল খেলার মাঠে এক পথসভার আয়োজন করে। এর জেরে উভয়পক্ষই পক্ষে-বিপক্ষে মিছিল করে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
পরে বিকাল ৪টার দিকে হোসেন্দী ইউনিয়নের কুমারপুর চৌরাস্তায় একটিভ মডেল একাডেমী মাঠে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাবেক সাংসদ মো. সোহরাব উদ্দিনের উপস্থিতিতে নয়টি ওয়ার্ড কমিটি গঠনে সম্মেলনের প্রস্তুতি শুরু হয়।
এদিকে বর্তমান সাংসদ নূর মোহাম্মদ সমর্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সম্মেলনের বিরোধিতা করে হোসেন্দী বাজারে এক পথসভা করে। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, নারান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক হেলাল উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, সাবেক ছাত্রনেতা নাজমুল কবির আলমগীর ও আমজাদ হোসেন সবুজ প্রমুখ।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, জনগণের জানমালের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৯টি টিয়ারসেল ও ৩৮ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *