• শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন |
  • English Version

রহমত মাগফিরাত আর নাজাতের রমজানে খাসি পরিচয়ে ভেড়ার মাংশ ১ হাজার টাকা কেজি

ভোক্তাদের দৃষ্টির আড়ালে ভেড়াকে খাসি বানানোর প্রকৃয়া চলছে -পূর্বকণ্ঠ

রহমত মাগফিরাত আর
নাজাতের রমজানে খাসি
পরিচয়ে ভেড়ার মাংশ
১ হাজার টাকা কেজি

# মোস্তফা কামাল :-

রোজার মাস মজানকে রহমত, মাগফিরাত আর নাজাতের মাস বলা হয়ে থাকে। প্রথম ১০ দিনকে ধরা হয় রহমতের, দ্বিতীয় ১০ দিনকে ধরা হয় মাগফিরাতের, আর তৃতীয় ১০ দিনকে ধরা হয় নাজাতের। অথচ এই রমজানকেই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী প্রতারণা আর মুনাফা লোটার মাস হিসেবে কাজে লাগান। প্রায় সকল পণ্যের দামই তখন অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
খাসির মাংশ বলে ভেড়ার মাংশ হরহামেশাই ভোক্তাদের খাওয়ানো হচ্ছে। আর রমজানেও এর কোন অন্যথা হচ্ছে না। আজ ২ মে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ শহরের বড় বাজারে খাসির মাংশের দোকানে গিয়ে দাম জানতে চাইলে বলা হয় কেজি এক হাজার টাকা। এরপর দোকানের একটু আড়ালে গিয়ে দেখা গেল ভেড়া জবাই করে চামড়া ছাড়ানো হচ্ছে। এভাবেই ভোক্তাদের সঙ্গে সারা বছর প্রতারণা করা হয়। ঈদের আগে শেষ রমজানের দিনও প্রতারণা বন্ধ নেই। গরুর দোকানে খোঁজ নিয়ে জানা যায়, গরুর মাংশ বিক্রি হচ্ছে ৭শ’ টাকা কেজি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *