• শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে মুজিবনগর দিবসে আলোচনা সভা

বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে মুজিবনগর
দিবসে আলোচনা সভা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। আজ ১৭ এপ্রিল রোববার বিকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মো. সামছুল হক প্রমুখ।
বক্তাগণ বলেন, একাত্তরের ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর দেশকে শত্রুমুক্ত করার জন্য একটি সরকার গঠন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছিল। ফলে অত্যন্ত বিচক্ষণতার সাথে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে সরকার গঠন করা হয়। একাত্তরের ১০ এপ্রিল সরকার গঠন করার পর শপথের জন্য চুয়াডাঙ্গা এবং হবিগঞ্জে দুবার চেষ্টা করা হলেও পাকিস্তানি বাহিনীর হামলার কারণে তা সম্ভব হয়নি। অবশেষে ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় শপথ অনুষ্ঠান সম্পন্ন করা হয়। কিন্তু বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দি থাকায় উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারের সচিবালয় স্থাপন করা হয় কলকাতার ৮ নং থিয়েটার রোডে। সেদিন সরকার গঠন করা না হলে জাতি নেতৃত্বশূণ্য থাকতো। একটি বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হতো। আমাদের স্বাধীনতা আরও বহুদিন পিছিয়ে যেত। সৈয়দ নজরুল আর তাজউদ্দিন আহমেদ অত্যন্ত সফলভাবে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ পরিচালনা করে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হন। ওই সরকার ভারতসহ বিশ্বের বহু দেশের সমর্থন আদায়ে সমর্থ হয়েছিল। কাজেই আমাদের স্বাধীনতার ইতিহাসে প্রথম গঠিত সরকার একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে বলে বক্তাগণ মন্তব্য করেন। আলোচনা সভাশেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *