• শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে ঈদ মার্কেটে কেনাকাটায় প্রচণ্ড ভিড়

কিশোরগঞ্জ শহরের ঈশাখাঁ রোডের একটি থান কাপড়ের দোকানের চিত্র -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ঈদ মার্কেটে
কেনাকাটায় প্রচণ্ড ভিড়

# মোস্তফা কামাল :-

ঈদুল ফিতরের আরও দুই সপ্তাহ বাকি। তবে ঈদের পোশাকসহ সাজসজ্জার কেনাকাটা শুরু হয়ে যায় মূলত রমজানের প্রথম সপ্তাহ থেকেই। প্রথম দিকে তৈরি পোশাকের চেয়ে মানুষ বেশি ভিড় করে থান কাপড়েরর দোকানে। অনেকেই দর্জির দোকানে পাঞ্জাবি, সালোয়ার-কামিজ আর শিশুদের পোশ তৈরির জন্য তখন থান কাপড় আর থ্রিপিস কেনার জন্য ভিড় করেন। তবে ঈদ ঘনিয়ে আসলে তখন ভিড় বাড়তে থাকে তৈরি পোশাকের দোকানে এবং শাড়ির দোকানে। জুতা আর প্রসাদনির দোকানেও প্রচন্ড ভিড় হয়।
গত দু’বছর করোনার কারণে সেভাবে স্বস্তিতে ঈদের কেনাকাটা করা সম্ভব হয়নি। দোকানি থেকে ক্রেতা, সবার ওপরই স্বাস্থ্যবিধি প্রতিপালনের ক্ষেত্রে প্রশাসন বেশ কঠোর ছিল। দোকানে গা ঘেঁষে কেনাকাটা করার কোন উপায় ছিল না। লুকোচুরি কায়দায় অনেক দোকানের ভেতরে প্রচুর ক্রেতা ঢুকিয়ে শাটার বন্ধ করে দেয়া হতো, যেন বাইরে থেকে কেউ টের না পায়। অনেক সময় ভ্রাম্যমাণ আদালত এসব দোকানে জরিমানাও করেছেন। কিন্তু এবার করোনা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। এখন নতুন কোন রোগীই শনাক্ত হচ্ছে না। যে কারণে এবার ব্যবসায়ী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি আর বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। গ্রাম থেকেও প্রতিদিনই শত শত নারী-পুরুষ আসছেন শহরে কেনাকাটা করতে। যে কারণে এখন কিশোরগঞ্জ শহরের প্রধান বিপনি এলাকা ঈশাখাঁ রোডে হাঁটারও যেন উপায় নেই। ছোট ছোট যানবাহনেও রাস্তা ঠাসা। সব মিলিয়ে ক্রেতা-বিক্রেতা সবার মাঝেই এবার উৎসবের আমেজ দেখা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *