• শনিবার, ১৮ মে ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন |
  • English Version

কিশোগঞ্জের হাওরের বিভিন্ন বাঁধ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ফসল রক্ষা বাঁধ সংস্কার পরিদর্শন করছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম -পূর্বকণ্ঠ

কিশোগঞ্জের হাওরের
বিভিন্ন বাঁধ পরিদর্শন
করলেন জেলা প্রশাসক

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম হাওরের বিভিন্ন বাঁধ পরিদর্শন করেছেন। তিনি আজ ১৬ এপ্রিল শনিবার মিঠাইনের হাসনপুর বাঁধ, গোপদীঘি বাঁধ, করিমগঞ্জের সুতারপাড়া এলাকার প্রয়াগ বিল বাঁধ এবং ইটনার জিওলের হাওরের বাঁধ পরিদর্শন করেছেন। এসময় ইটনা উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার, করিমগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মাহবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ এলাকার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাঁধগুলোর প্রতি বিশেষ সতর্ক নজর রাখার আহবান জানিয়েছেন এবং প্রয়োজন মাফিক সংস্কার কাজ অব্যাহত রাখার আহবান জানিয়েছেন।হাওরে আগাম বন্যার হুমকি থাকলেও এখনও ফসল নিরাপদ রয়েছে বলে জেলা প্রশাসক জানিয়ছেন। আর চামড়া বন্দর এলাকায় ধনু নদীর পানি বিপদ সীমার ১৮ সে.মি. নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। হাওরে শ্রমিকের পাশাপাশি ১৯৯টি কম্বাইন হার্ভেস্টার এবং ২০টি রিপার দিয়ে ধান কাটা হচ্ছে বলেও জেলা প্রশাসক জানিয়েছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছাইফুল আলম জানিয়েছেন, মূল হাওরের অধিকাংশ ধান কাটা হয়ে গেছে। আজ পর্যন্ত হাওরের ২৪ ভাগ জমির ধান কাটা হয়ে গেছে। পাহাড়ি ঢল না হলে, কয়েকদিন সময় পেলে হাওরের বিপদ কেটে যাবে বলেও তিনি মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *