• শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণে কৃষক-ক্ষেতমজুর মানববন্ধন

বক্তৃতা করছেন জেলা কৃষক সমিতির সভাপতি ডা. এনামুল হক ইদ্রিছ -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে আগাম বন্যায়
ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণে
কৃষক-ক্ষেতমজুর মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের হাওরে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ, বাঁধ নির্মাণে অনিয়মের বিচার, খাল, বিল ও নদী খনন, পল্লী রেশনিং চালু এবং জলমহাল ইজারা প্রথা বাতিল করে মৎস্যজীবীদের উন্মুক্ত জলাশয়ে মাছ ধরার অধিকারের দাবিতে কৃষক ও ক্ষেতমজুর সমিতি যৌথ মানববন্ধন করেছে। আজ শুক্রবার (১৫ এপ্রিল) জেলা শহরের স্টেশন রোডে সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলা কৃষক সমিতির সভাপতি ডা. এনামুল হক ইদ্রিছের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা সিপিবির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাড. এনামুল হক, সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নান্দু, জেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সিপিবি নেতা আবুল হাশেম প্রমুখ।
বক্তাগণ বলেন, কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়। অথচ তাদের ফসল রক্ষায় টেকসই স্থায়ী বাঁধ নির্মাণে কোন পদক্ষেপ নেয়া হয় না। কৃষকরা ফসলের ন্যায্য দাম পান না। অথচ কিনতে গেলে তাদেরই উৎপাদিত পণ্য চড়া দামে কিনতে হয়। কৃষকরা আড়াইশ’ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছেন। অথচ এখন উত্তরবঙ্গের কৃষকরা দাম না পেয়ে উৎপাদিত পেঁয়াজ রাস্তায় ফেলে দিচ্ছেন। বক্তাগণ কীটনশক ও সারসহ কৃষি উপকরণ ন্যায্য মূল্যে সরবরাহের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *