• শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন |
  • English Version

২৬ ভাগ ডাক্তার নিয়ে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল দেশসেরা

কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল। ইনসেটে ক্রেস্ট হাতে উপ-পরিচালক ডা. হেলাল উদ্দিন -পূর্বকণ্ঠ

২৬ ভাগ ডাক্তার নিয়ে
কিশোরগঞ্জ জেনারেল
হাসপাতাল দেশসেরা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ শহরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল জনবল কাঠামোর মাত্র ২৬ ভাগ ডাক্তার নিয়েও স্বাস্থ্যসেবায় দেশের সেরা ৫টি জেলা হাসপাতালের মধ্যে শ্রেষ্ঠ হাসপাতাল নির্বাচিত হয়েছে। ৩১ মার্চ বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০’ ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়েছে। পুরস্কার পাওয়া অপর চারটি হাসপাতাল হলো কক্সবাজার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, ঝিনাইদহ সদর হাসপাতাল, লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও পিরোজপুর সদর হাসপাতাল।
কিশোরগঞ্জ হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন জানান, জনবল কাঠামো অনুসারে হাসপাতালে ৮৮ জন ডাক্তার থাকার কথা। কিন্তু মাত্র ২৩ জন ডাক্তার নিয়ে সর্বোচ্চ আন্তরিকতায় স্বাস্থ্যসেবা দিয়ে এই হাসপাতাল দেশের সেরা হাসপাতালের পুরস্কার পেয়েছে। তিনি বলেন, ডাক্তার ও নার্সদের নিয়মমাফিক উপস্থিতি ও কঠোর পরিশ্রমের কারণেই প্রত্যাশার চেয়ে বেশি স্বাস্থ্যসেবা প্রদান করা সম্ভব হয়েছে। আর এই কারণেই সেরা হবার পুরস্কারটি এসেছে। তবে মাসখানেক আগে নতুন নিয়োগে এই হাসপাতালে আরও ২৫ জন ডাক্তার যোগদান করেছেন। ডা. হেলাল উদ্দিন আশাবাদী, আন্তরিক চেষ্টায় এখন থেকে স্বাস্থ্যসেবার মান আরও ভাল করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *