• শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন |
  • English Version

আশ্রয়ণ প্রকল্পের আবহে কিশোরগঞ্জে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ

সৈয়দ নজরুল স্টেডিয়ামে শিশু শিক্ষার্থীদের কুচকাওয়াজ -পূর্বকণ্ঠ

আশ্রয়ণ প্রকল্পের আবহে
কিশোরগঞ্জে স্বাধীনতা
দিবসের কুচকাওয়াজ

# নিজস্ব প্রতিবেদক :-

উৎসবমুখর পরিবেশে নানা আনুষ্ঠানিকতায় কিশোরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এবার কুচকাওয়াজের স্টেডিয়ামের প্যাভিলিয়ন অঞ্চল সাজানো হয়েছে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের সারিবদ্ধ বর্ণিল ঘরের আদলে। স্টেডিয়ামের এই বিশষ অঙ্গসজ্জা সাবার দৃষ্টি কেড়েছে। প্রশাসনের কর্মকর্তারা আশা করছেন, এটি হবে দেশের অন্যতম ব্যতিক্রমি ও আকর্ষণীয় অঙ্গসজ্জা। স্বাধীনতা দিবসের ভোরে ৩১ বার তোপধ্বনি ও সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় শহরের সরকারি গুরুদয়াল কলেজ প্রাঙ্গনে শহীদ স্মৃতিসৌধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, গণতন্ত্রী পার্টি, সিপিবি, পৌরসভা, উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেছে। এরপর শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে বিভিন্ন বাহিনী ও সংগঠনের মনোরম কুচকাওয়াজ এবং ডিসপ্লে অনুষ্ঠিত হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে পায়রা অবমুক্ত করে স্টেডিয়ামের কর্মসূচী উদ্বোধন করা হয়। এরপর জেলা প্রশাসক স্বাধীনতা দিবসের সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বক্তব্য শেষে তিনবার জাতীয় ধ্বনি ‘জয় বাংলা’ উচ্চারণের মাধ্যমে শুরু হয় কুচকাওয়াজ। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। এছাড়াও জেলা শিল্পকলা মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সকল উপজেলা পর্যায়েও অনুরূপ কর্মসূচী পালন করা হয়।

যেন প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প এলাকায় উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস -পূর্বকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *