কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়ন এবং কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের দুই নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথ করানো হয়েছে। স্থানীয় সরকারের উপ-পরিচালক উপসচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আজ ১০ মার্চ বেলা ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান ও কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলাল উদ্দিনকে শপথ বাক্য পাঠ করান।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার, পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামিয়া আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। শপথের আগে জেলা প্রশাসক এবং স্থানীয় সরকারের উপ-পরিচালক চেয়ারম্যানদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ধারণা দিয়ে এবং সামাজিক সম্মানের কথা স্মরণ করিয়ে দিয়ে যার যার সেবামূলক কর্তব্য যথাযথভাবে পালনের আহবান জানিয়েছেন।