কিশোরগঞ্জ নির্বাচন অফিসে ভোটারসেবায় প্রতিদিনই শত শত সেবা গ্রহিতা নারী-পুরুষে প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে। কেউ আসছেন জাতীয় পরিচয়পত্র তৈরি করে নতুন ভোটার হতে, কেউ আসছেন ঠিকানা পরিবর্তন করতে, কেউ বা আসছেন জাতীয় পরিচয় পত্রের নানা রকম ভুল সংশোধন করতে। সপ্তাহের শুক্র-শনি বন্ধের দিন ছাড়া প্রতিদিনই এই উপচে পড়া ভিড় দেখা যায়।
এক সময় নতুন ভোটার তালিকা করার সময় মানুষের মাঝে এতটা সচেতনতা দেখা যেত না। কর্মিরা বাড়ি বাড়ি গিয়েও শতভাগ মানুষকে ভোটার বানাতে পারতেন না। কিন্তু এখন মানুষের মধ্যে ভোটার হওয়ার তাগিদ অনেক বেড়েছে। এর একটি অন্যতম কারণ হচ্ছে জাতীয় পরিচয়পত্র। এখন জাতীয় পরিচয়পত্র ছাড়া জমি কেনাবেচা করা যায় না, ব্যাংকে হিসাব খোলা যায় না, সরকারের নানা রকম প্রণোদনা বা ভাতাও পাওয়া যায় না। চাকরিসহ আরও বহু কাজে জাতীয় পরিচয়পত্র জরুরি হয়ে পড়েছে। এসব কারণেও মানুষের মাঝে এখন ভোটার হবার বা জাতীয় পরিচয়পত্র তৈরির তাগিদ বেড়েছে। নিজের তাগিদেই তারা নির্বাচন অফিসে গিয়ে ভিড় করছেন। শহরের আলোরমেলা এলাকায় সদর উপজেলা নির্বাচন অফিসে গিয়ে দেখা গেছে, এক পাশে নারী আর অপর পাশে পুরুষদের লম্বা সারি। তবে নারীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। বিশেষ করে ছবি তোলার ক্ষেত্রে নারীদের আগে সুযোগ দেয়া হচ্ছে। এরপর ডাক আসছে পুরুষদের। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শিহাব উদ্দিন জানান, রোববার আর বৃহস্পতিবার বিতরণ করা হয় স্মার্ট কার্ড। সোমবার আর মঙ্গলবার ভোটারদের ছবি তোলার কাজ করা হয়। আর বুধবার সকল প্রকার সেবা প্রদান করা হয়। প্রতিদিন ৩শ’ থেকে ৪শ’ সেবা গ্রহিতার ভিড় জমে যায়। তবে রোববার আর বৃহস্পতিবার ৫শ’ থেকে ৬শ’ সেবা গ্রহিতার ভিড় লেগে যায়। ফলে কষ্টকর হলেও প্রতিদিন এই বিপুল সংখ্যক মানুষকে সেবা দেয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।