বিকল্প জাতীয় বাজেট ২০২২-২৩ প্রণয়ন বিষয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতি ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে ভার্চুয়াল প্রস্তুতি সভা করেছে। আসন্ন জাতীয় বাজেট প্রণয়নের আগে আঞ্চলিক বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দের প্রস্তাবনা তৈরির লক্ষ্য নিয়ে এই প্রস্তুতি সভাটি করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাতের সভাপতিত্বে গতকাল ৯ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে দু’ঘণ্টার সভায় সমিতির কর্মকর্তাসহ দুই বিভাগের বিভিন্ন জেলার ৬০ জন ব্যক্তি অংশ নিয়েছিলেন। সভার স্বাগত বক্তা সমিতির সহ-সভাপতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. সাইদুর রহমান ছাড়াও বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আইনুল ইসলাম, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গাজী আহসান কামাল, সমিতির সহ-সাধারণ সম্পাদক পার্থসারথি ঘোষসহ সভায় অংশ নেওয়া দুই বিভাগের বিভিন্ন জেলার অর্থনীতিবিদ, কৃষিবিদ, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, পরিবেশ কর্মী ও উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি।
কিশোরগঞ্জ থেকে সভায় সংযুক্ত হয়েছিলেন বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কিশোরগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিন এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল। ড. মহিউদ্দিন তার বক্তব্যে বলেন, কিশোরগঞ্জ জেলা একটি অন্যতম কৃষি প্রধান জেলা। কিন্তু এখানে কোন গবেষণাকেন্দ্র নেই। এখানে বারির গবেষণা বিভাগ থাকলেও গবেষণার সুযোগ সুবিধা নেই। ফলে কিশোরগঞ্জে একটি পূর্ণাঙ্গ গবেষণা কেন্দ্র চালু হওয়া দরকার বলে তিনি উল্লেখ করেন। এছাড়া কিশোগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব একনেকে পাশ হয়েছে। উপাচার্যও নিয়োগ হয়ে গেছে। কিন্তু এখনও এর অবকাঠামোগত কোন উন্নয়ন কাজ শুরু হয়নি। এটি দ্রুত বাস্তবায়ন দরকার বলে তিনি উল্লেখ করেন। মোস্তফা কামাল বলেন, কিশোরগঞ্জের মানুষ অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে আছে। এখানে কোন শিল্পকারখানা নেই। দু’টি ভারি শিল্প ছিল, একটি কালিয়াচাপড়া চিনিকল, আর অপরটি কিশোরগঞ্জ টেক্সটাইল মিল। দু’টি মিলই ব্যক্তি মালিকানায় বিক্রি করে দেয়া হয়েছে। টেক্সটাইল মিলটি পরিত্যক্ত অবস্থায় আছে। এ ব্যাপারে তিনি সরকারি পদক্ষেপ দাবি করেন। অন্যদিকে কালিয়াচাপড়া চিনিকলেও কোন চিনি উৎপাদিত হয় না। এখানে অর্থনৈতিক অঞ্চলের ঘোষণা দেয়া হয়েছে। কিন্তু এর কার্যক্রমেরও কোন অগ্রগতি নেই উল্লেখ করে তিনি অবকাঠামো তৈরিসহ এর দ্রুত উন্নয়ন দরকার বলে উল্লেখ করেন। তিনি বেপরোয়া ইজাদারদের হাত থেকে বিপন্ন প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষারও দাবি জানান।
এছাড়া ময়মনসিংহ থেকে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হামিদুল ইসলাম, অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, ময়মনসিংহ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, জামালপুর আশেক মাহমুদ কলেজের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক এজেডএম রেজাউল করিম, মাদারিপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নাহার কাঁকন, নরসিংদী থেকে অধ্যাপক আব্দুস সাত্তার, ঢাকার পরিবেশ কর্মী সাবিহা সুলতানাসহ বিভন্ন জেলার প্রতিনিধিগণ যার যার এলাকায় শিল্পকারখানার অভাব, কর্মসংস্থানের অভাব, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য, পোল্ট্রি, কুটির শিল্প, নদ-নদীর দুরাবস্থাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসব খাতে তারা পর্যাপ্ত বরাদ্দের দাবি জানিয়েছেন।
ড. আবুল বারকাত বলেন, এবার বাংলাদেশ অর্থনীতি সমিতির ৮ম বিকল্প বাজেট প্রণয়ন করতে যাচ্ছে। পৃথিবীতে বিকল্প বাজেট প্রণয়নের এই চর্চা খুব একটা দেখা যায় না। তিনি বলেন, আমরা বৈষম্যহীন অর্থনৈতিক কাঠামো এবং অসাম্প্রদায়িক সমাজ গঠনকে প্রধান লক্ষ্য ধরে বিকল্প বাজেটের প্রস্তাবনা তৈরির চেষ্টা করি। দেশে ছোট-বড় নানারকম উন্নয়ন পরিকল্পনা নেয়া হয়। ৮ হাজার কোটি টাকার ওপরে কোন প্রকল্প হলে তাকে বলা হয় ‘মেগা প্রকল্প’। স্থানীয় সরকারগুলোর আর্থিক সক্ষমতা বাড়ানোর খুব একটা চেষ্টা হয় না। সবকিছু ঢাকাকেন্দ্রিক হলে এটাকে উন্নয়ন বলা যাবে না বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের দেশে আঞ্চলিক বাজেট তৈরি করা হয় না। ফলে বৈষম্য রেখে আলোকিত সমাজ হবে না। নদীর নাব্যতা, মৎস্য ও শস্য সংরক্ষণ, হাওর এলাকার মানুষের জীবনমান উন্নয়ন করা দরকার বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, সরকার যেন জাতীয় বাজেট প্রকাশের আগে কিছু চিন্তাভাবনার সুযোগ পায়, বিশ্লেষণের সুযোগ পায়, সেই কারণে বাংলাদেশ অর্থনীতি সমিতির পক্ষ থেকে মার্চের শেষ দিকে বিকল্প পূর্ণাঙ্গ বাজেট প্রকাশের চেষ্টা করা হবে।