আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কিশোরগঞ্জে জেলা মহিলা সংস্থা মানববন্ধন ও আলোচনা সভা করেছে। গতকাল ৮ মার্চ মঙ্গলবার দুপুরে মহিলা সংস্থার জেলা কার্যালয় প্রাঙ্গনে মানববন্ধন করে সংস্থার মিলনায়তনে জেলা মহিলা সংস্থার কার্যকরি কমিটির সদস্য সালমা হকের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে নারী দিবসের বিভিন্ন দিক ও শিক্ষা নিয়ে আলোচনা করেন কার্যকরি কমিটির সদস্য শাহীন সুলতানা ইতি এবং মহিলা সংস্থার সমন্বয়ক জসিম উদ্দিন। মহিলা সংস্থার স্টাফ মো. তৈয়ব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে মহিলা সংস্থার সকল পর্যায়ের স্টাফ ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষার্থীরা অংশ নেন। বক্তাগণ নারী দিবসের চেতনা ধারণ করে প্রত্যেক নারীকে শিক্ষিত হওয়া এবং স্বাবলম্বি হবার আহবান জানিয়ে বলেন, নারীদের আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হলে সবার আগে দরকার শিক্ষা ও স্বাবলম্বিতা। তাহলে সমাজে তাদের অন্যের মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না, নিগ্রহের শিকার হতে হবে না। মহিলা সংস্থা পিছিয়ে পড়া নারীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে থাকে যেন তারা বিভিন্ন বৃত্তিমূলক কাজ শিখে নিজের পায়ে দাঁড়াতে পারেন। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই আত্মকর্মসংস্থানে নিয়োজিত রয়েছেন বলেও বক্তাগণ উল্লেখ করেন।