কিশোরগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে আজ ৮ মার্চ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিভিন্ন শ্লোগান সংবলিত ব্যানার নিয়ে মানববন্ধন করা হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশনস) মো. নূরে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন-অর রশিদসহ বিভিন্ন নারী সংগঠন ও নারী সমিতির নেতাকর্মিগণ অংশ নেন।
এরপর মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন-অর রশিদের সভাপতিত্বে কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ছাড়াও বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার ও ডেপুটি সিভিল সার্জন ডা. জহির আহমেদ তালুকদারসহ বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি কোহিনূর আফজল, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, জেলা মহিলা সংস্থার সদস্য সালমা হক, জলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু ও জেলা ব্র্যাক সমন্বয়ক শফিকুল ইসলাম।
জেলা প্রশাসক বলেছেন, এক সময় আমাদের সমাজ অনেক রক্ষণশীল ছিল। এখন সেই পরিবেশ নেই। দিন দিন নারীরা সকল ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি। নারী শিক্ষকের সংখ্যাও বেশি। চাকরি ক্ষেত্রে অনেক বড় বড় জায়গায় তারা প্রতিষ্ঠিত হচ্ছেন। তবে সংখ্যাটা পুরুষের তুলনায় কম হলেও আগে এতটুকুও ছিল না। আগামীতে এই তারতম্য আরও কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ইউরোপের দেশগুলোতে অনেক আগে থেকেই নারীরা পুরুষের চেয়ে এগিয়ে আছে। বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে নারীরাই প্রাধান্য বিস্তার করে আছে। আমাদের দেশে নারীদের অগ্রগতিতে বর্তমান সরকার অনেক কাজ করছে। স্থানীয় সরকারগুলোতে নারীদের সুযোগ করে দেয়া হয়েছে। তবে পুরুষ সমাজকেও এগিয়ে আসতে হবে। অনেকের মানসিকতায় এখনও অনেক বাধা রয়েছে। নারী-পরুষের মধ্যে সকল ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠিত হলেই একটি ভারসাম্যপূর্ণ সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে, মর্যাদার সমাজ প্রতিষ্ঠিত হবে বলে তিনি মন্তব্য করেন।