• সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
তদন্তকারী কর্মকর্তা সহযোগিতা না করার অভিযোগে সংবাদ সম্মেলন নিহত সজীবের পরিবারের আব্দুল লতিফ RPC সভাপতি ও কামরুজ্জামান সোহেল সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল কিশোরগঞ্জ জেলার শাখার কমিটি গঠন কমছে কীটনাশক প্রয়োগ, ধানের জমিতে পোকাদমনে জনপ্রিয় হচ্ছে পার্চিং নিকলীতে পপির উদ্যোগে ডিজিটাল লিটারেসি কর্মশালা কুলিয়ারচরে মোটরসাইকেল কিনতে টাকার বায়না, যুবকের আত্মহত্যা কুলিয়ারচরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বাজিতপুর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন দোকানপাটে হামলার জেরে মাদক ব্যবসায়ীর বাড়িতে গ্রামবাসীর আগুন ভৈরবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবারের ভোগান্তি, রাস্তা সংস্কারের আশ্বাস ইউএনওর ইটভাটা মালিক সমিতির ৩০তম সাধারণ সভা

ভৈরবে আন্তর্জাতিক নারী দিবস পালিত

# মিলাদ হোসেন অপু :-

টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য-এ স্লোগানকে সামনে রেখে ভৈরবে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। আজ ৮ মার্চ মঙ্গলবার বেলা ১২টায় ভৈরব উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হল রুমে মুক্তিযোদ্ধা, মুজিব শতবর্ষ, করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারী বলিষ্ট অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বার সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসমিন শামসুন্নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিফফাত জাহান ত্রপা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শিরিনা খাতুন, জাতীয় মহিলা সংস্থার ভৈরব শাখার সভাপতি মেহের নিগার শিখা, সমাজ উন্নয়নে ভূমিকায় জয়িতা নারী ওয়াহিদা আমিন পলি, শারমিন আক্তার জুই, আনসার বিডিপি ব্যাংক কর্মকর্তা মো. ইউনুছ, আনসার বিডিপি কর্মকর্তা নুরুন্নাহার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নারীরা আজ কোন কিছুতেই পিছিয়ে নেয়। নারীরা আজ এগিয়ে আছে সর্ব দিক দিয়ে। এখন প্রয়োজন নারী পুরুষ বৈষম্যতা তৈরি না করে কাঁধে কাঁধ রেখে এগিয়ে চলা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী উন্নয়নের ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী দেশকে আগামী ২০৩১ সালের মধ্যে টেকসই উন্নয়ন এবং ২০৪১ সালের মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে উন্নতি করণ করবেন। এই কার্যক্রম সফল করতে নারী পুরষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নারীরা আজ স্বাবলম্বী হয়েছে বিভিন্ন কর্মের মাধ্যমে। আগেকার দিনে নারীরা অবহেলিত ছিল। কিন্তু এখন নারীদের অবহেলিত বলার কোন সুযোগ নেই। বর্তমান যুগে নারীরা পুরুষের সাথে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছে। ৪৯% নারী আমাদের দেশে। সারা বিশ্বে নারীরা আজ পুরুষের পাশাপাশি সকল সেক্টরে অংশীদারিত্ব হচ্ছে। এ সময় বক্তারা সকল নারীদের সাহসীকতার সাথে আত্মনির্ভরশীল হয়ে সুস্থ মনমানসিকতার সাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *