জেলা রোভার ও স্কাউটসের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তক অর্পণ -পূর্বকণ্ঠ
ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা রোভার ও স্কাউটসের কর্মকর্তাগণ পুষ্পস্তবক অর্পণ করেছেন। জেলা রোভারের সহ-সভাপতি ওয়ালি নেওয়াজ খান কলেজের অধ্যক্ষ মো. আল আমিন, সাধারণ সম্পাদক কামরুল আহসান ও যুগ্ম-সম্পাদক সালমা হক, জেলা স্কাউট সম্পাদক এমএ আউয়াল মুন্না, জাহানারা ইসলাম প্রমুখের নেতৃত্বে আজ ৭ মার্চ সোমবার সকাল ৭টার পর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।