বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করছেন পুলিশ সুপার ও অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ -পূর্বকণ্ঠ
ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে জেলা পুলিশের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেছেন। সকাল ৭টায় পুষ্পস্তবক অর্পণের সময় পুলিশ সুপারের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অনির্বাণ চৌধুরীসহ অন্যান্য পদস্থ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।