কিশোরগঞ্জে জেগে ওঠো নরসুন্দা সাহিত্য সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা। শহরের সমবায় কমিউনিটি সেন্টারে শুরু হওয়া ছড়া উৎসবের দ্বিতীয় দিন গতকাল ৪ মার্চ শুক্রবার বিকাল থেকে চলে আলোচনা সভা, স্বরচিত লেখা পাঠ, জ্যোতি হক ছড়া পুরস্কার ও দাদুভাই সাংগঠনিক পদক প্রদান, আবৃত্তি সন্ধ্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পর রাতে মঞ্চায়িত একতা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় লোকগাঁথা অবলম্বনে গীতি নৃত্যনাট্য ‘ইছামতির বাঁকে’ সবাইকে বিমোহিত করে। মানস করের নির্দেশনায় গীতিনাট্যের নায়িকা চরিত্র কলি’র অভিনয় করেছেন ফারিহা রাইসা, আর নায়ক চরিত্র দুলু’র অভিনয় করেছেন ইমরানা কাউসার। এছাড়া অন্যান্য চরিত্রে নূরে আলম শাফাত, হবি শেখ, তানজিম, উপমা, বর্ষা, পরি, হিমা, পরশি, গুনগুন, তারেক, রাতুল, তানহা প্রমুখ অভিনয় করেছেন। এর আগে প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. এমএ আফজাল, ভারতের কবি নির্মল জানা, এসভি সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ কবীর, বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল, ছাড়াকার সাঈদ আহমেদ খান ও ছাড়াকার শাহজাহান কবীর আলোচনা করেন। ভারতসহ দেশের বিভিন্ন জেলার কবি ও ছড়াকারগণ ছড়া উৎসবে অংশ নেন।