• রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
তদন্তকারী কর্মকর্তা সহযোগিতা না করার অভিযোগে সংবাদ সম্মেলন নিহত সজীবের পরিবারের আব্দুল লতিফ RPC সভাপতি ও কামরুজ্জামান সোহেল সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল কিশোরগঞ্জ জেলার শাখার কমিটি গঠন কমছে কীটনাশক প্রয়োগ, ধানের জমিতে পোকাদমনে জনপ্রিয় হচ্ছে পার্চিং নিকলীতে পপির উদ্যোগে ডিজিটাল লিটারেসি কর্মশালা কুলিয়ারচরে মোটরসাইকেল কিনতে টাকার বায়না, যুবকের আত্মহত্যা কুলিয়ারচরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বাজিতপুর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন দোকানপাটে হামলার জেরে মাদক ব্যবসায়ীর বাড়িতে গ্রামবাসীর আগুন ভৈরবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবারের ভোগান্তি, রাস্তা সংস্কারের আশ্বাস ইউএনওর ইটভাটা মালিক সমিতির ৩০তম সাধারণ সভা

কিশোরগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে

পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নিহত পুলিশ সদস্যদের শ্রদ্ধা জানানো হচ্ছে -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে পুলিশ
মেমোরিয়াল ডে

# নিজস্ব প্রতিবেদক :-

কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে স্বাধীনতার মাসের প্রথম দিন পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। এ উপলক্ষে কিশোরগঞ্জ পুলিশ লাইনসে আজ মঙ্গলবার শোভাযাত্রা, শহীদ বেদীতে মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময় দায়িত্ব পালনকালে কিশোরগঞ্জের আত্মোৎসর্গকারী ৩৯ পুলিশ সদস্যের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এরপর পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)-এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকারের সঞ্চালনায় ‘দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান ও পৌর মেয়র মাহমুদ পারভেজসহ বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যকরি সভাপতি নূর মোহাম্মদ, সাংবাদিক সাইফুদ্দিন আহমেদ লেনিন, আত্মোৎসর্গকারী পুলিশ পরিবারের সদস্য তারিক মমতাজ ও সোহানা সুলতানা। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মো. নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অনির্বাণ চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল আমিন হোসাইনসহ বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তাগণ।
জেলা প্রশাসক বলেন, পুলিশ বাহিনীর সদস্যরা আমাদের সবার নিরাপত্তার জন্য দিনরাত পরিশ্রম করেন। তারা পেট্রোল সন্ত্রাস মোকাবেলা করতে গিয়ে প্রাণ দিয়েছেন। তাদের ফোন কখনও বন্ধ হয় না। যত গভীর রাতেই ফোন করা যায়, তাদের সেবা পাওয়া যায়। তারা সারাদিন রাস্তায় ডিউটি করেন। অন্য কেউ হলে অসুস্থ হয়ে যেতেন। তারা ঈদের সময় ডিউটি করেন, আমাদের মত ঈদের আনন্দ করতে পারেন না। বর্তমান সরকারও আধুনিক পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য সুযোগসুবিধা বৃদ্ধি করছে।
জেলা পরিষদের চেয়ারম্যান বলেছেন, পুলিশ বাহিনী ২৪ ঘন্টা দায়িত্ব পালন করেন। এমন কোন সেবা নেই যেখানে তাদের পাওয়া যাবে না। মহান স্বাধীনতা যুদ্ধেও তারা রাজারবাগে প্রথম প্রতিরোধ রচনা করেছিলেন। যারা বিভিন্ন সময় প্রাণ দিয়েছেন, তারা দেশ ও জনগণের জন্যই প্রাণ দিয়েছেন। ফলে আমরা সবাই তাদের প্রতি কৃতজ্ঞ।
পুলিশ সুপার বলেছেন, কিশোরগঞ্জের ৩৯ জন পুলিশ সদস্য বিভিন্ন সময় দায়িত্ব পালনকালে মারা গেছেন। করোনাকালে দায়িত্ব পালন করতে গিয়ে কারোনায় আক্রন্ত হয়ে কটিয়াদীর এসআই জাহাঙ্গীর মারা গেছেন। তার পরিবারকে সরকার অন্যান্য সুবিধা ছাড়াও ৩৭ লাখ টাকা দিয়ে সহায়তা করেছে। দেশে জঙ্গী মোকাবেলা করতে গিয়েও অনেকে মারা গেছেন। শোলাকিয়া ঈদগায় জঙ্গী হামলা ঠেকাতে গিয়ে দু’জন পুলিশ সদস্য প্রাণ দিয়েছেন। এর ফলে বিশাল ঈদ জামাত হামলা থেকে রক্ষা পেয়েছিল। আজকের দিনটা সেসব পরিবারের জন্য কষ্টের এবং গর্বের। জেলা পরিষদের চেয়াম্যোন জেলা পরিষদ থেকে গতবছর দিবসটি উপলক্ষে ওইসব পরিবারকে ৫ হাজার টাকা করে সহায়তা দিয়েছেন বলে পুলিশ সুপার জানিয়েছেন। তিনি পুলিশ বাহিনীর কাজে জনগণের সহায়তা কামনা করেছেন।
আলোচনা শেষে জীবন দানকারী প্রত্যেক পুলিশ পরিবারের সদস্যদের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে একটি করে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রি তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *