ভৈরবে এক নারী শ্রমিক (৪৪)কে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী। শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ করা হয়।
অভিযুক্ত ধর্ষক শফিকুল ইসলামকে প্রধান আসামি ও আবুল হোসেনের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভৈরব থানায় মামলা দায়ের করেছেন স্বামী পরিত্যক্তা ভুক্তভোগী নারী শ্রমিক। ওই নারী স্থানীয় একটি প্লাস্টিক কারখানায় শ্রমিকের কাজ করতেন।
থানার এজাহার সূত্রে জানাযায়, ২৮ ফেব্রুয়ারি সোমবার দুপুর আনুমানিক ৩টার সময় ধর্ষণের শিকার হওয়া নারী শ্রমিক মোছা. মনোয়ারা বেগমকে শহরের আমলাপাড়া গ্রামের সিকদার বাড়ির রাস্তার গলি থেকে অভিযুক্ত শফিকুল ও আবুল হোসেন জোরপূর্বক তোলে নিয়ে একই এলাকার এক ব্যক্তির ঘরে নিয়ে দরজা আটকিয়ে দেয়। পরে ওই নারীর মুখে গামছা বেধে শফিকুল তাকে ধর্ষণ করে। এনিয়ে ধর্ষিতা নারী এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিষয়টি জানান এবং সঠিক বিচারের দাবি জানান। ঘটনার দিন রাত ১১টায় স্থানীয় দুই নারী স্বাস্থ্য পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় ধর্ষণের শিকার হওয়া ওই নারীকে।
বিষয়টি জানতে পেরে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ভৈরব থানা পুলিশ। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়।
অধিকতর ডাক্তারী পরীক্ষার জন্য ওই নারীকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করেছে পুলিশ।