ভৈরব উপজেলার জগমোহনপুর গ্রামে মসজিদ ও মাদ্রাসার পাশের ডোবায় মাটি ভরাট করে জনবহুল এলাকায় ভূমিহীনদের পূর্ণবাসনে সরকারি ঘর নির্মাণের জায়গা নির্ধারণ করার প্রতিবাদে গ্রামবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
আজ ২৮ ফেব্রুয়ারি সোমবার দুপুরে উপজেলার জগমোহনপুর-আগানগর সড়কের মুন্সিবাড়ির সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে এলাকার মুরুব্বি, যুবক ও শিশু-কিশোরসহ কয়েকশত গ্রামবাসী। পার্শ্ববর্তী বিল থেকে মাটি কেটে ড্রেজারে ডোবা ভরাট করার প্রতিবাদে তারা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলও বের করেন। এ সময় মসজিদ সংলগ্ন এলাকায় সরকারিভাবে নির্ধারণ করা জায়গাটি বাতিল করে অন্যত্র নতুন জায়গা নির্বাচনের দাবি জানানো হয়।
গ্রামবাসী লোকজন তাদের বক্তব্যে বলেন, জগমোহনপুর গ্রামে সরকারি রাস্তায় অনেকদিন আগের একটি ব্রীজ ছিলো। ওই ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় পাশ দিয়ে নতুন রাস্তা করা হয়। ওই রাস্তার ব্রীজের জায়গাটি মূলত পুরোনো ডোবা নালা। এই ডোবায় পার্শ্ববর্তী মসজিদ মাদ্রাসাসহ আশপাশের বাড়ি ঘরের পানি নিষ্কাশিত হয়। এলাকাবাসীর সাথে আলোচনা না করে বিল থেকে মাটি কেটে ড্রেজারের মাধ্যমে ওই ডোবাটি ভরাটের জন্য এলাকাবাসী বাধা দেয়ার পরও ড্রেজারের পাইপ স্থাপন করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।
তারা বলেন, গ্রামটিতে কয়েক হাজার মানুষের বসবাস। এ জনবসতিতে কোন প্রকার সরকারি ঘর করা হলে গ্রামের পরিবেশ নষ্ট হয়ে যাবে। শান্তিপূর্ণ এ গ্রামের জনবহুল স্থানে বস্তি হলে মাদক ও বিভিন্ন অপরাধ কার্যক্রম সংঘটিত হওয়ার আশংকা রয়েছে ওই গ্রামে। তাই গ্রাম থেকে একটু দূরে কোথাও নতুন করে সরকারি ঘর নির্মাণের জায়গা নির্ধারণ করার দাবি জানান গ্রামবাসী। তারা আরও বলেন, জনগণের কল্যাণের জন্যই সরকার। কয়েকটি পরিবারের ঘরের জন্য কয়েক হাজার মানুষের স্বাভাবিক জীবন যাপনে যেন ব্যাঘাত ঘটানো না হয় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ সদস্য নাজমুল হাসান পাপনসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ভূমিহীনদের জন্য সরকারি ঘর নির্মাণের জন্য মূলত জায়গাটি নির্ধারণ করা হয়। শুনেছি গ্রামবাসী লোকজন এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। এখানে ঘর হলে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাবে এমন ধারণা তাদের। এলাকাবাসীর দাবি অনুযায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন বলে তিনি জানান। তারপরও যদি গ্রামবাসী লোকজন তাদের সুবিধার জন্য ২০ শতাংশ জায়গা সরকারের অনুকুলে দিতে পারেন তাহলে সেই জায়গায় প্রকল্পটি স্থানান্তর করা যেতে পারে। এ সময় তিনি সরকারের কাজে গ্রামবাসী সকলের সহযোগিতা কামনা করেন।