• সোমবার, ২০ মে ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস বিশ্ব হাত ধোয়া দিবস উদ্বোধন

পায়রা উড়িয়ে স্যানিটেশন মাসের উদ্বোধন করছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস
বিশ্ব হাত ধোয়া দিবস উদ্বোধন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস উদ্বোধন হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে রোববার (১৭ অক্টোবর) সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে নিজে সাবান দিয়ে হাত ধুয়ে এর উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এরপর জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ‘নিরপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ-সবল বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যের ওপর আলোচনায় তিনি বলেন, নিয়মিত, বিশেষ করে হাত দিয়ে খাদ্য গ্রহণের আগে সাবান দিয়ে ভালমত হাত ধুয়ে নিলে ডায়রিয়া, আমাশয়, জন্ডিজসহ বেশ কিছু জীবানু বাহিত রোগ থেকে আমরা রক্ষা পেতে পারি। এক সময় এসব রোগের প্রাদুর্ভাব অনেক বেশি ছিল। মানুষ পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন হবার কারণে এসব রোগের প্রকোপ এখন অনেক কম। ফলে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস থাকলে এসব রোগসহ আরো অনেক রোগের সংক্রমণ থেকে আমরা পরিত্রাণ পাবো। এবার করোনার হাত থেকে রক্ষা পাবার জন্যও হাত ধোয়া একটি অন্যতম প্রতিরক্ষা ব্যবস্থা ছিল। তিনি ছোট ছোট শিক্ষার্থীদের এ ব্যাপারে বেশি সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। কারণ তারা বেশি ছোটাছুটি করে, খেলাধুলা করে। ফলে তাদেরকে হাত ধোয়ার ব্যাপারে বেশি সচেতন করতে হবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল ইসলাম সরকার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ঋতেশ বড়ুয়া, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. বাহাদুর আলী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছাইফুল আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার মাকসুদা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন-অর রশিদ, বিআরটিএ’র সহকারী পরিচালক প্রকৌশলী মো. বখতিয়ার উদ্দিন, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী আবু জাকারিয়া, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শহীদুল্লাহ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুব জামান, জেলা ব্র্যাক সমন্বয়ক মো. শফিকুল ইসলাম, জেলা পপি কর্মকর্তা আব্দুল আহাদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *