• শনিবার, ১৮ মে ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে গণটিকা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

কিশোরগঞ্জে গণটিকা
কার্যক্রম পরিদর্শনে
জেলা প্রশাসক

# নিজস্ব প্রতিবেদক :-

সারা দেশের ন্যায় কিশোরগঞ্জেও আজ ৭ আগস্ট শনিবার থেকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। ২৫ বছরের বেশি বয়সের জনগণকে চায়না কোম্পানি সিনোফার্মের ‘ভেরোসেল’ টিকা প্রদান করা হচ্ছে। সারা জেলায় ১৪১টি কেন্দ্রের ৩৬৩টি বুথে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলায় প্রথম দফায় ৭২ হাজার ৬শ’ ডোজ টিকা প্রদান করা হবে। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউশনে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন। এসময় প্রচুর মানুষকে টিকার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার, কটিয়াদী উপজেলা চেয়ারম্যান ডা. মোস্তাকুর রহমান, কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর রায়সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *