• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে নতুন রোগি ১২৩ জনের ৫৬ ভৈরবে ৪০ কটিয়াদীতে, মৃত্যু ১ সুস্থ ৬৮ জনের ৬২ সদরে

কিশোরগঞ্জে নতুন রোগি
১২৩ জনের ৫৬ ভৈরবে
৪০ কটিয়াদীতে, মৃত্যু ১
সুস্থ ৬৮ জনের ৬২ সদরে

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের ৩১ জুলাই শনিবার রাত সাড়ে ১১টার দিকে প্রকাশ করা গত ২৪ ঘন্টার জেলার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, নতুন ১২৩ জনের করোনা ধরা পড়েছে। এদের মধ্যে ৫৬ জন ভৈরবের, আর ৪০ জন কটিয়াদীর। সৈয়দ নজরুল হাসপাতালে মারা গেছেন সদরের ৪৫ বছরের এক নারী। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যু হলো ১৫৪ জনের। সুস্থ হয়েছেন ৬৮ জন, যার ৬২ জনই সদরের। এছাড়া মিঠামইনের ৫ জন, আর কুলিয়ারচরের একজন। ৪০৩টি নমুনা পরীক্ষায় নতুন ১২৩টি, পুরনো রোগিদের ৮টি, আর অন্য জেলায় আক্রান্ত রোগিদের ৪টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ২৬৮টি নমুনা। নতুন আক্রান্তদের মধ্যে আছেন ভৈরবে ৫৬ জন, কটিয়াদীতে ৪০ জন, পাকুন্দিয়ায় ১০ জন, বাজিতপুরে ৮ জন, সদরে ৫ জন, কুলিয়ারচরে ২ জন, আর নিকলী ও অষ্টগ্রামে একজন। শনিবার জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ২ হাজার ৩৭৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *