• শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে সৈয়দ আশরাফের ম্যুরাল ভাংচুরে একজন গ্রেফতার ৮ আগস্ট রিমান্ডের শুনানি

কিশোরগঞ্জে সৈয়দ আশরাফের
ম্যুরাল ভাংচুরে একজন গ্রেফতার
৮ আগস্ট রিমান্ডের শুনানি

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে আওয়ামী লীগের প্রয়াত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে হামলার ঘটনায় পারভেজ (৪০) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রে আব্দুন নূর ৮ আগস্ট রিমান্ড আবেদনের ওপর শুনানির তারিখ ধার্য করেছেন। এদিকে সৈয়দ আশরাফের ছোটবোন কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি আজ ৩১ আগস্ট শনিবার দুপুরে ম্যুরাল পরিদর্শন করেছেন।
জেলা শহরের আখড়াবাজার সেতু সংলগ্ন সৈয়দ নজরুল চত্বরে স্থাপিত সৈয়দ আশরাফের ম্যুরালে ২৯ জুলাই বৃহস্পতিবার রাতে হামলা চালিয়ে সৈয়দ আশরাফের মুখমণ্ডল ও নামফলকটি ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ওই রাতেই পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আসাদ্দজ্জামান বাদী হয়ে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে সদর মডেল থানায় মামলা করেন। এরপর ইটনার রায়টুটি এলাকার পারভেজ (৪০) নামে এক ব্যক্তিকে শুক্রবার বিকালে ম্যুরালের আশপাশে ঘোরাফেরা অবস্থায় পুলিশ গ্রেফতার করেছে। তবে পারভেজ মাদকাসক্ত বলে সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন। তিনি শহরতলির শোলাকিয়া বনানী মোড় এলাকায় থাকেন। তাকে নিবির জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আজ আদালতে সোপর্দ করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রে আব্দুন নূর ৮ আগস্ট রিমান্ড আবেদনের ওপর শুনানির তারিখ ধার্য করেছেন বলে জানিয়েছেন আদালত পরিদর্শক হাম্মাদ হোসেন।
এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট অশোক সরকার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলফাজ উদ্দিন দীপু এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *