• শনিবার, ১৮ মে ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে কঠোর লকডাউনের মধ্যেও পর্যটকদের বেপরোয়া ভিড়

করিমগঞ্জের বালিখলায় বিজিবির সহায়তায় ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেলের তৎপরতা। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে
কঠোর লকডাউনের মধ্যেও
পর্যটকদের বেপরোয়া ভিড়

# মোস্তফা কামাল :-

গত ১ থেকে ১৪ জুলাই দেশব্যাপী কঠোর লকডাউন পালিত হবার পর কোরবানির ঈদকে সামনে রেখে সরকার ১৫ থেকে ২২ জুলাই লকডাউন শিথিল করেছিল। আর তখনই ২৩ জুলাই থেকে পুনরায় ১৪ দিনের কঠোর লকডাউনের ঘোষণা দিয়ে রেখেছিল। কিন্তু ঈদের পরদিন থেকেই কিশোরগঞ্জের হাওরাঞ্চলের দৃষ্টিনন্দন নৈসর্গিক দৃশ্য উপভোগ করার জন্য স্থানীয় বাসিন্দাসহ দেশের অন্যান্য জেলা থেকে হাজার হাজার পর্যটক আসতে শুরু করেন। শিশু থেকে শুরু করে নারী-পুরুষ নির্বিশেষে নানা বয়সের লোকজন প্রাইভেট কার, সিএনজি, অটোরিকশা আর মোটরবাইক নিয়ে ছুটে আসেন করিমগঞ্জের নাগচিন্নি নদী তীরবর্তী হাওরপাড়ের বালিখলা ঘাটে, নিকলীর হাওরপাড়ের বেড়িবাঁধ এবং বাজিতপুরের হাওরপাড়ের দীঘিরপাড় ঘাটসহ বিভিন্ন এলাকায়। এদের অধিকাংশই স্বাস্থ্যবিধির তোয়াক্কা করেন না। একেকটি স্পটে গাদাগাদি করে ভিড় করছেন। অধিকাংশের মুখেই মাস্কের বালাই নেই।
আবার অনেক পর্যটক সাঁতার না জেনেও সুরক্ষা ব্যবস্থা ব্যতিরেকেই নৌকাযোগে গভীর হাওরে বেড়াতে ছুটে যান। প্রায়শই অথৈ পানিতে পড়ে গিয়ে কেউ কেউ মারাও যাচ্ছেন। ঈদের পরদিনই নরসিংদীর শিবপুর এলাকার ২৩ বছরের এক যুবক নৌকা থেকে নিকলীর কুর্শার হাওরের পানিতে পড়ে মারা গেছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বার বার সতর্ক করার পরও পর্যটকদের মাঝে সতর্কতা এবং সচেতনতার কোন ছাপ দখা যায় না। অনেক সময় ম্যাজিস্ট্রেট এবং আইন শৃংখলা বাহিনীকেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়। দ্বিতীয় পর্যায়ের কঠোর লকডাউনের প্রথম দিন গতকাল শুক্রবার (২৩ জুলাই) করিমগঞ্জের বালিখলা ঘাটে ছিল পর্যটকদের উপচে পড়া ভিড়। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নির্দেশে বিজিবির টিম নিয়ে সেখানে ছুটে যান জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেল। তারা দীর্ঘক্ষণ কঠিন প্রচেষ্টার পর ঘাটটি পর্যটকশূন্য করতে সক্ষম হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *