• শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে ৩ জনের মৃত্যু, নতুন করোনা রোগি ১০৬, সুস্থ হয়েছেন ৭৮ জন

কিশোরগঞ্জে ৩ জনের মৃত্যু
নতুন করোনা রোগি ১০৬
সুস্থ হয়েছেন ৭৮ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে আরও তিন ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। নতুন আক্রান্ত হয়েছেন ১০৬ জন, আর সুস্থ হয়েছেন ৭৮ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান মঙ্গলবার (১৩ জুলাই) রাতে প্রকাশ করা প্রতিবেদনে জানিয়েছেন, এর আগের ২৪ ঘন্টায় জেলায় করোনা উপসর্গ নিয়ে তিজনের মৃত্যু হয়েছে। আর ৪৮১টি নমুনা পরীক্ষায় নতুন রোগি শনাক্ত হয়েছে ১০৬ জন। তবে সুস্থও হয়েছেন ৭৮ জন। ফলে মঙ্গলবার রাত পর্যন্ত জেলায় করোনায় মোট চিকিৎসাধীন ছিলেন ১ হাজার ৩৮৩ জন।
প্রতিবেদনে দেখা গেছে, সৈয়দ নজরুল হাসপাতাল বুথে সংগৃহীত ১৫০টি নমুনা পরীক্ষায় নতুন ৫৭টি আর পুরনো রোগিদের ৭টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৮৬টি নমুনা। জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ১০৭টি নমুনা পরীক্ষায় এ জেলায় আক্রান্ত ৮ জনের আর অন্য জেলায় আক্রান্ত একজনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৯৮টি নমুনা। এছাড়া সৈয়দ নজরুল হাসপাতাল এবং হোসেনপুর, করিমগঞ্জ, তাড়াইল, পাকুন্দিয়া, কুলিয়ারচর, বাজিতপু, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২৪টি নমুনার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় নতুন ৪১, পুরনো রোগিদের ৩টি নমুনা, আর অন্য জেলায় আক্রান্ত একজনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১৭৯টি নমুনা। মঙ্গলবার রাত পর্যন্ত সৈয়দ নজরুল হাসপাতালের আইসিইউ বেডে ১০ জনসহ মোট ১৭৭ জন করোনা রোগি ভর্তি ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *