• শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন |
  • English Version

ভৈরবে কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ

ভৈরবে কর্মহীন মানুষের বাড়ি
বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ

# মো. আল আমিন টিটু #

জনসমাগম এড়াতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ভৈরবে কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে ক্রাণ বিতরণ পিবিকে। বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে) উপজেলার ৪টি ইউনিয়নের ২‘শ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও দু’টি সাবান করে বিতরণ করেছে। ৫ এপ্রিল রোববার দুপুরে পিবিকের অর্থায়নে উপজেলার শিমুলকান্দি ব্রাঞ্চের উদ্যোগে সমাজের খেটে খাওয়া কর্মহীন মানুষের হাতে এসব ত্রাণ সমাগ্রী তুলে দেয়া হয়েছে। গাড়িতে ত্রাণ সামগ্রী নিয়ে শিমুলকান্দিসহ শ্রীনগর, আগানগর ও সাদেকপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাড়া-মহল্লায় গিয়ে এসব ত্রাণ বিতরণ করেছে পিবিকে। তাছাড়া সমাজের নিম্ন আয়ের কর্মহীন মানুষগুলোকে এক স্থানে ডেকে না এনে তাদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেয়ায় অনেকের মুখে ফুটে ওঠে মুচকি হাসি। ফলে তারা পিবিকের প্রসংশা করেন। এছাড়াও শিমুলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ত্রাণ সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। এসময় তিনি মানবিক দৃষ্টিতে উপজেলায় সর্ব প্রথমে বেসরকারি উন্নয়ন সংস্থা পিবিকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসায় এবং বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণের জন্য ধন্যবাদ জানান। একই সাথে তিনি আরও বলেন, উপজেলার অন্যান্য বেসরকারি উন্নয়ন সংস্থা এবং সমাজের বিত্তবানসহ যারাই সমাজে ত্রাণ বিতরণ করবে। তারা যেন অবশ্যই সরকারের নির্দেশনা মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগাযোগ করে এবং মানুষজনকে নির্দিষ্ট কোন এক স্থানে ডেকে না এনে তাদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সমাগ্রী বিতরণ করতে আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন, পিবিকের এরিয়া ম্যানেজার এ কে আজাদ কাজল, প্রজেক্ট কো-অর্ডিনেটর সাধন চন্দ্র শর্মা, এলাকা হিসাব রক্ষক মো. মহসিন, ব্রাঞ্চ ম্যানেজার আকবর হোসেন ও ইউপি সদস্য জসিম ভূইয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *