• শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন |
  • English Version

সদরে নমুনা পরীক্ষা হয়নি, ৮শ’ নমুনা যাবে ঢাকায়, কিশোরগঞ্জে মৃত্যু ৬, শনাক্ত ১৬, সুস্থ ৪৫

সদরে নমুনা পরীক্ষা হয়নি
৮শ’ নমুনা যাবে ঢাকায়
কিশোরগঞ্জে মৃত্যু ৬
শনাক্ত ১৬, সুস্থ ৪৫

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তবে সুস্থ হয়ছেন ৪৫ জন, আর নতুন পজিটিভ শনাক্ত হয়েছে ১৬ জনের। অবশ্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবের যান্ত্রিক ত্রুটির কারণে আজ ৯ জুলাই শুক্রবার এখানে কোন নমুনা পরীক্ষা হয়নি। যে কারণে সদরে কোন নতুন রোগি শনাক্তও হয়নি। আগামীকাল শনিবার ঢাকা থেকে যান্ত্রিক ত্রুটি সারাতে প্রকৌশলীরা আসবেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। আর জমে থাকা ৮শ’ নমুনা পরীক্ষার জন্য আগামীকাল ঢাকায় পাঠানো হবে বলেও তিনি জানিয়েছেন।
সিভিল সার্জনের আজ রাত সাড়ে ১০টার দিকে প্রকাশিত করোনা সংক্রান্ত প্রতিবেদন দেখা গেছে, গত ২৪ ঘন্টায় সদরে ৭০ ও ৬৩ বছরের দুই পুরুষ রোগি মারা গেছেন। হোসেনপুরে ৭০ বছরের, ভৈরবে ৮৫, ৭৭ ও ৫৫ বছরের চার নারী রোগি মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট ১১০ জন করোনায় মারা গেলেন। প্রতিবেদনে দেখা গেছে, আজ জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৮৩টি নমুনা পরীক্ষায় এ জেলায় আক্রান্ত ৭ জনের আর অন্য জেলায় আক্রান্ত ২ জনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৭৪টি নমুনা। এছাড়া করিমগঞ্জ, তাড়াইল, পাকুন্দিয়া, মিঠামইন ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৪টি নমুনার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৯টি পজিটিভ আর ২৫টি নেগেটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে আছেন বাজিতপুরে ৪ জন, তাড়াইলে ৩ জন, করিমগঞ্জ, কটিয়াদী, ভৈরব ও মিঠামইনে ২ জন করে, আর পাকুন্দিয়ায় একজন। সুস্থ হয়েছেন সদরে ২১ জন, ভৈরবে ১৩ জন, আর কুলিয়ারচরে ১১ জন। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ১ হাজার ২২৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *