• শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে নমুনা পরীক্ষায় ব্যবহৃত হচ্ছে ভুয়া ঠিকানা

কিশোরগঞ্জে নমুনা পরীক্ষায়
ব্যবহৃত হচ্ছে ভুয়া ঠিকানা

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের আরটিপিসিআর ল্যাবে কোভিডের নমুনা পরীক্ষায় ব্যবহৃত হচ্ছে রোগিদের ভুয়া ঠিকানা। মৃত্যুর পর কয়েকজন রোগির ভুয়া ঠিকানার নিবন্ধন শনাক্ত করে ঠিকানা সংশোধন করা হলেও অধিকাংশেরই ভুয়া ঠিকানা ধরা পড়েছে না বলে স্বাস্থ্য বিভাগেরই অনেকের ধারণা। গত ২ জুলাই সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের প্রকাশিত করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া করিমগঞ্জের আব্দুর রশিদ ভূঁইয়ার (৬৩) নমুনা পরীক্ষার নিবন্ধনে ঠিকানা উল্লেখ করা হয়েছিল সদর। ফলে মৃত্যুর পর সঠিক ঠিকানা জানতে পেরে সিভিল সার্জন কার্যালয় ঠিকানা সংশোধন করেছে। আবার ৭ জুলাইয়ের করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, করিমগঞ্জের ৬৮ বছরের এক রোগির নমুনা পরীক্ষার নিবন্ধনে ঠিকানা দেয়া হয়েছিল সদর। মৃত্যুর পর জানতে পেরে সিভিল সার্জন কার্যালয় তার ঠিকানা সংধোন করেছে। ৮ জুলাইয়ের করোনা সংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আবু তাহের (৬০) নামে মারা যাওয়া কটিয়াদীর এর রোগির নমুনা পরীক্ষার নিবন্ধনে ঠিকানা দেয়া হয়েছিল সদর। মৃত্যুর পর ঠিকানা সংশোধন করা হয়েছে। এর আগেও এরকম মৃত ব্যক্তির ঠিকানা সংশোধন করা হয়েছে। আর ভুয়া ঠিকানা উল্লেখ করার কারণেই সদরে এত বেশি রোগি শনাক্ত হচ্ছে বলে অনেকের ধারণা। যেমন বৃহস্পতিবার রাত পর্যন্ত জেলায় মোট চিকিৎসাধীন রোগি ছিল এক হাজার ২৬২ জন। এর মধ্যে সদরেই সর্বোচ্চ সংখ্যক ৭৬৯ জন। দ্বিতীয় সর্বোচ্চ রোগি ভৈরবে ১৪৮ জন। বাকি ১১ উপজেলার মধ্যে অষ্টগ্রাম এখন করোনাশূন্য, আর অন্যগুলোর প্রত্যেকটাতেই রোগি শতকের নীচে।
স্বাস্থ্য বিভাগের অনেকেই বলছেন, নমুনা পরীক্ষার সময় কেবল রোগির নাম, মোবাইল নম্বর এবং সদর উল্লেখ করার কারণে তারা প্রকৃত ঠিকানা আড়াল করার সুযোগ পান। রোগির এনআইডির ফটোকপি জমা নিলে এমনটি হতো না। এখন অন্য উপজেলার রোগি সদরের ঠিকানায় পরীক্ষা করিয়ে পজিটিভ হলে নিজের এলাকার কেউ জানতেও পারেন না। ফলে যার যার এলাকায় গিয়ে তারা অবাধে ঘুরে বেড়াতে পারেন। এতে করে পুরো এলাকাকেই তারা ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন। মারা গেলে একজন রোগির সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেবার কারণে ভুয়া ঠিকানা ধরা পড়লেও এখন আক্রান্ত সহস্রাধিক রোগির ব্যাপারে এত খোঁজ নেয়ার সুযোগ হয় না। যে কারণে ধারণা করা যাচ্ছে না কত রোগি ভুয়া ঠিকানা ব্যবহার করছেন। এর আগে একাধিকবার জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এনআইডির বিষয়টি আলোচনা হলেও সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বরাবরই বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা না আসলে স্থানীয়ভাবে একটি নতুন নীতিমালা চালু করা সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *