• শনিবার, ১৮ মে ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে লকডাউনে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

কিশোরগঞ্জে লকডাউনে
কর্মহীনদের মাঝে খাদ্য
সহায়তা বিতরণ

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে লকডাউনে কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ৮ জুলাই সকালে শহরের সরকারি গুরুদয়াল কলেজ চত্বরে ১৫৩ জন বিউটি পার্লার কর্মী, মিশুক চালক, সেলুন কর্মী ও নারী গৃহকর্মীর প্রত্যেককে ১০ কেজি চাল, এক কেজি মশুর ডাল, এক কেজি লবন, এক লিটার সয়াবিন তেল ও তিন কেজি আলুর একটি করে প্যাকেট দেয়া হয়েছে। এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে ও এনডিসি মাহমুদুল হাসানের সঞ্চালনায় উপহার গ্রহীতাদের উদ্দেশ্যে চলমান লকডাউন ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল ও সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু।বক্তাগণ বলেন, এখন মানুষের জীবন বাঁচানোর লক্ষ্যই প্রধানমন্ত্রীর প্রধান অগ্রাধিকার। সেই কারণেই মানুষের সাময়িক কষ্ট হলেও লকডাউন দিতে হয়েছে। তবে নিম্ন আয়ের মানুষদের কষ্ট লাঘবের জন্য প্রধানমন্ত্রী খাদ্য সহায়তা দিচ্ছেন। বিশ্বের সকল দেশেই করোনা সংক্রমণ রোধ করার লক্ষ্যে লকডাউন দেয়ার দৃষ্টান্ত রয়েছে। অনেক দেশে আরও অনেক বেশি সময় ধরে লকডাউন দেয়া হয়েছে। ফলে উন্নত দেশগুলোতেও মানুষের সাময়িক কষ্ট হয়েছে। কাজেই নিজের ও স্বজনদের জীবনের দিকে গুরুত্ব দিয়েই সবাইকে লকডাউনের নিয়ম এবং মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি বক্তাগণ আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *