• শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন |
  • English Version

ভৈরবে লকডাউনে কঠোর অবস্থানে ইউএনও এসিল্যান্ড, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ভৈরবে লকডাউনে কঠোর
অবস্থানে ইউএনও এসিল্যান্ড
ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

# মিলাদ হোসেন অপু :-

করোনা (কোভিড-১৯) ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে লকডাউন বাস্তবায়নে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে আছে সশস্ত্রবাহিনী। কঠোর লকডাউনে তৃতীয় দিন শনিবার ভৈরব শহরে ও উপজেলার বিভিন্ন এলাকাতে ছিল ব্যাপক কড়াকড়ি।
লকডাউনে কঠোর অবস্থানে আছেন ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুবনা ফারজানা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) হিমাদ্রী খীসা। ৩ জুলাই শনিবার কঠোর অবস্থানে থেকে পৃথক অভিযানে ভৈরব শহর ও উপজেলার ৩৮ জনকে ১৬ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকার ঘোষিত কঠোর লকডাউনে তৃতীয় দিনে ভৈরব শহরে ও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা ২০ জনকে ৯ হাজার টাকা জরিমানা করে।
অপরদিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা ১৮ জনকে ৭ হাজার ৬শ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, ভৈরবে করোনা মোকাবেলায় কঠোর হওয়া ছাড়া বিকল্প নেই। ভৈরবে ব্যাপক হারে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম স্যারের নির্দেশনায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ভৈরবের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় নিয়মিত জরিমানাও করা হচ্ছে। মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতার কোন আগ্রহ নেই। তাদের বুঝিয়ে বিনামূল্যে মাস্কও বিতরণ করা হচ্ছে। আজ শনিবার মাস্ক পরিধান না করে স্বাস্থ্যবিধি অমান্য করায় দণ্ডবিধি ১৮৬০ এ ২৬৯ ধারায় ২২টি মামলায় ৮ হাজার ৩শ টাকা, সড়ক ও পরিবহন আইনে ২০১৮ এ ৬৬ ধারায় ২ মামলায় ৭শ টাকাসহ মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ভৈরব থানা পুলিশ। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করার জন্য অনুরোধ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *