• শনিবার, ১৮ মে ২০২৪, ০১:১৭ অপরাহ্ন |
  • English Version

ভৈরবে কঠোর লকডাউনে বিরামহীন তদারকি, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

ভৈরবে কঠোর লকডাউনে
বিরামহীন তদারকি
ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে কঠোর লকডাউনে বিরামহীন তদারকি করছে ভৈরব উপজেলা প্রশাসন। সেই সাথে ভ্রাম্যমাণ আদালতে ২১ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। ১ জুলাই বৃহস্পতিবার সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিনে উপজেলা প্রশাসন, র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী মানুষকে সচেতন করতে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন। সেই সাথে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ ও অযথা ঘোরাফেরার দায়ে ভৈরব বাজার সহ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২১ পথচারীকে ১২ হাজার টাকা জরিমানা করেন ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা।


এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন, হু হু করে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা। সারাদিনব্যাপী অভিযানে আজকে বেশিরভাগই মানুষ বাসা থেকে বের হওয়ার সঠিক কারণ বলতে পারেননি। কোভিড-১৯ এর সংক্রমণ মোকাবিলায় সরকারের একসপ্তাহের কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে অদ্য কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম স্যারের নির্দেশনা মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি অমান্য করায়, বিনা কারণে ঘুরাঘুরি করায়, সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ২১ জন ব্যক্তিকে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। আজকের মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতায় করেন বাংলাদেশ সেনাবাহিনী। জনস্বার্থে মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে। সবাইকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে সচেতন থেকে সরকারি নির্দেশনা মানার অনুরোধ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *