• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরের ১১ ইউনিয়নে চলছে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ভৈরবে ড্রেজার দিয়ে খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড পাকুন্দিয়ায় পথচারীদের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ অধিগ্রহণকৃত প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে আছে স্টেশনে, যাত্রীদের চরম দুর্ভোগ করিমগঞ্জ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ মো. সিদ্দিক উল্লাহ কমলপুর পশ্চিমপাড়া যুব সংঘের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মা-বাবাকে মারধরের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে ৩ মাসের সাজা টিকটকে আসক্ত কিশোরীকে মোবাইল টিপতে মা বাধা দেয়ায় ফাঁসিতে আত্মহত্যা রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ বিরাজ করছে উত্তেজনা

বাবার জন্য পংক্তিমালা ; ফারহানা বেগম লিপি

বাবার জন্য পংক্তিমালা

ফারহানা বেগম লিপি

বাবা শব্দটি এখন আমার কাছে শুধু-
এক বুক বেদনার নাম।
এক গুচ্ছ অভিমানের নাম।
এক রাশ স্মৃতির ঝলকানির নাম।
পৃথিবীতে পিতৃহীন যে সেই বোঝে একেমন বেদনাময়।
যাকে জন্মের পর প্রথম দেখেছি সে আমার বাবা,
যে আমাকে কথা বলতে শিখিয়েছে সে আমার বাবা,
যে আমাকে হাঁটতে শিখিয়েছে সে আমার বাবা,
যে আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে সে আমার বাবা।
এখন সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেও এমন মায়াময়
একটি মুখ পাইনা, প্রতিটি মুখের অবয়বে আমি শুধু তোমায় খুঁজি।
শৈশব থেকে তোমার বাড়ি না ফেরা পর্যন্ত
আমার চোখে ঘুম আসতো না।
এখনো মাঝরাতে মনে হয় তুমি যেন অভ্যস্ত পায়ে হেঁটে
দেখতে এসেছ তোমার মেয়েকে মশা কামড়ে দিচ্ছে কি না
অথবা গরমে ঘেমে যাচ্ছে কি না কিংবা শীতে লেপটা ঠিকমতো দিয়েছে তো?
আব্বু, তোমার এত ভালবাসার মানুষদের ফেলে
তুমি এভাবে নীরবে চলে যেতে পারলে?
তোমার কি একটুও কষ্ট হলো না?
জানি, তোমার অনেক কষ্ট জমা ছিল।
তোমার পুত্র সন্তান না হওয়ার কষ্ট,
সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি না পাওয়ার কষ্ট,
তোমার মেয়েদের যোগ্যতা অনুসারে ভাল চাকুরী না পাওয়ার কষ্ট,
চারপাশের মানুষদের বৈরী আচরণের কষ্ট
নিজের সম্পত্তি বেদখল হয়ে যাওয়ার কষ্ট
তোমার বুকের ভেতর কষ্টগুলো জমা হতে হতে
কখন যে এত বড় ক্ষত সৃষ্টি হয়েছে আমরা জানতেই পারিনি।
আমরা এতই হতভাগ্য সন্তান যখন জানতে পেরেছি তখন অলরেডি…..
৫২% ডেমেজ।
বুকের ভেতর অজানা শঙ্কা আর ক্ষয় যেন পা থেকে
মাথা পর্যন্ত সারা দেহ অসাঢ় হয়ে আসার মতো শীতল অনুভূতি।
চোখের অশ্রুরা বিদ্রোহ করে নেমে যাচ্ছে,
বুকের ভেতর ওতাল পাতাল কী দুর্বিষহ মূহুর্ত
কোথায় যাব, কে দিবে শান্তনা, কে বলবে সাহস হারিও না।
“আমি আছি, সব ঠিক করে দিব”
কেউ নেই। আব্বু, কেউ নেই।
আমি তোমার অধম সন্তান
তোমাকে কেবিন থেকে আইসিওতে নেবার সময়
পেছন পেছন দৌঁড়াতে দৌঁড়াতেও তোমার কাছ পর্যন্ত আর পৌঁছতে পারিনি
ব্যর্থ আমি, অক্ষম আমি, আমি হেরে গেলাম।
আমি ব্যর্থতায় বসে গেলাম মেঝেতে।
শৈশবে যখন আমি পড়ে যেতাম
তুমি তখন দৌঁড়ে এসে আমাকে শূন্যে ছুড়ে দিতে
তুমি তো আমায় কখনো হারতে দাওনি।
জীবনের প্রতিটি প্রতিযোগিতায় তুমি আমাকে সাথে নিয়ে যেতে
বিজয়ীর বেশে হাসতে হাসতে পুরস্কার হাতে বাড়ি ফিরতে।
কী উৎফুল্লু দেখাতো তোমায়
আমি ভয় পেলে বলতে আমার মেয়ে হারতেই পারেনা।
দেখ আব্বু, আজ তোমার মেয়ে হেরে যাচ্ছে বিধাতার কাছে, নিয়তির কাছে।
তুমি তো আমায় কখনো হারতে দাওনি।
কিন্তু আজ তুমি কেন নিশ্চুপ হয়ে গেছ?
আজ তোমার মেয়ের কোন প্রার্থনাই কবুল হয়নি
দীর্ঘ ৮ দিন তুমি আইসিওতে।
যখন তুমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছো আমরা কেবল প্রার্থনা করেছি
তোমার যন্ত্রণা কমার।
তোমার কাছে যেতে পারিনি, তোমাকে ছুঁতে পারিনি।
শুধু অপেক্ষায় থাকতাম কখন সকাল ১১টা বাজবে।
তোমার একটু উন্নতির খবর পাব।
তুমি যখন সম্মিলিত সামরিক হাসপাতালের বেডে
আমার প্রতিটি নির্ঘুম রাত স্মৃতির রূমন্তনে ব্যস্ত।
আব্বু তুমি কী তখন মনে করছো শৈশবের সেই দিনগুলো…..
অফিস থেকে মধ্যরাতে বাড়ি ফিরেও আমার বায়না মেটাতে
বর্শি নিয়ে ছুটে যেতে মাছ ধরতে।
আমি তোমার লুঙ্গির কোচর ধরে দাঁড়িয়ে থাকতাম পাশে।
তারপর মাছ রান্না হওয়া পর্যন্ত কোলে বসিয়ে গল্প করতে
নিজ হাতে মাছ বেছে খাইয়ে নিজের পাশে ঘুম পাড়াতে।
আমাকে কেন তুমি সময় দিলে না, তুমি তো আমায় খুব ভালবাসতে।
তাহলে কেন এভাবে না বলে চলে গেলে?
এত অভিমান তোমার।
হাসপাতালের বেডে শুয়ে তুমি আমাকে বলেছিলে, “আমি বাড়ি যাব”।
আমি বলেছিলাম, আমি তো তোমাকে আমার সাথে নিয়ে যেতে এসেছি।
আমি মিথ্যেবাদী। আমি কথা রাখতে পারিনি।
ক্ষমা করো এই মিথ্যোবাদী সন্তানকে। ক্ষমা করো।
আমি তো ভেবেছিলাম আমার মুক্তিযোদ্ধা বাবা যেভাবে পাকসেনাদের বিরুদ্ধে লড়াই করেছে
সেভাবেই লড়াই করে ঠিক ফিরে আসবে।
কিন্তু না, তা হয়নি।
কারণ আমি জানি তুমি যে খুব অভিমানি।
তোমাকে যারা স্বীকৃতি দেয়নি।
তোমাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা সুপারিশটুকুও রাখেনি
তাদের আমি ধিক্কার দিচ্ছি।
হে মহাপ্রভূ আমার বাবাকে তুমি শহীদদের নেতা বানিয়ে দিও
দুনিয়াতে যারা তাকে অপমান করেছে
শেষ বিচারে তুমি তাদের যোগ্য জবাব দিও।
সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিওতে ৬ দিন
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চুপি সারে চলে গেলে
আমাদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চলে গেলে পরপারে
মৃত্যুর পর তোমার মুখে লেগে থাকা স্বর্গীয় হাসি আমায় বারবার মনে করিয়ে দিচ্ছিল
রবি ঠাকুরের সেই পংক্তি দুটো
“এমন জীবন করিও গঠন
মরনে হাসিবি তুমি, কাঁদিবে ভূবন”।
তোমার অমলিন হাসি আমার সব দুঃখ ভুলিয়ে দিয়েছে
আমরা কি তোমার মতো হাসতে হাসতে পৃথিবী ছাড়তে পারবো?
আমরা কি তোমার স্বপ্নগুলো বাস্তবায়িত করতে পারবো?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *