• রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান “হেলমেট নাই যার তেল নাই তার” বাস্তবায়নে মাঠে নেমেছে ভৈরব হাইওয়ে পুলিশ

অ্যাড. কাজল কান্তি পালের গল্পের বই স্মৃতিরা হাসে স্মৃতিরা কাঁদে এর মোড়ক উন্মোচন

অ্যাড. কাজল কান্তি পালের
গল্পের বই স্মৃতিরা হাসে স্মৃতিরা
কাঁদে এর মোড়ক উন্মোচন

# নিজস্ব প্রতিবেদক :-

অ্যাডভোকেট কাজল কান্তি পালের গল্পের বই স্মৃতিরা হাসে স্মৃতিরা কাঁদে এর মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ ১১ মে মঙ্গলবার ভৈরব পৌর শহরের নদী মেঘনা সরণি এলাকায় অ্যাডভোকেট কাজল কান্তি পালের চেম্বারে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিখ্যাত লেখক ও রাষ্ট্রপতির পুরস্কার প্রাপ্ত অধ্যাপক মো. শহীদুল্লাহ, বাংলাদেশ মানবাধিকার কমিশন কিশোরগঞ্জ জেলা আঞ্চলিক শাখার সভাপতি শাহনেওয়াজ গাজী, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কণ্ঠশিল্পী সোহরাব হোসেন বিজু, মিডিয়া ব্যক্তিত্ব সাইদুর রহমান বাবলু প্রমুখ।
অ্যাডভোকেট কাজল কান্তি পাল কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হিলচিয়া গ্রামে ২২ জ্যৈষ্ঠ ১৩৭২ সনের জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা দিলীপ কুমার পাল ও মাতা মৃত অনু রানী পাল। তিঁনি ১৯৮১ সনে ভৈরব কে.বি পাইলট হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ভৈরব হাজী আসমত কলেজ থেকে এইচএসসি ও বিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ১৯৮৮ সালে এমএসসি এবং ঢাকা ল কলেজ থেকে ১৯৮৯ সালে এলএলবি ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদপত্র প্রাপ্ত হওয়ার পর নিয়মিতভাবে অ্যাডভোকেট কাজল কান্তি পাল ১৯৯৪ সাল থেকে কিশোরগঞ্জ ম্যাজিস্ট্রেট কোর্ট এবং জেলা দায়রা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত হন। তিঁনি পেশা এবং লেখাপড়ার পাশাপাশি শৈশবকাল থেকে সাহিত্য চর্চা করে আসছেন। ইতোমধ্যে বাংলাদেশ টেলিভিশনের গীতিকার হিসাবে স্বীকৃতি লাভ করেছেন। এছাড়াও তিঁনি সনেট রচয়িতা এবং ছন্দ নাটক রচয়িতা হিসাবে সুখ্যাতি অর্জন করেছেন। তাঁর রচিত ছন্দ নাটক “দুখু মিয়ার দুঃখের জীবন” জাতীয় নাট্য প্রতিযোগিতাসহ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে। এর আগেও তাঁর দুটি বই প্রকাশিত হয়েছে। বই দুটি হলো লাশ কাটা ঘর চিনি ও পুরী ভ্রমণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *